গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ভ্যান চালকসহ নিহত ২ 

প্রকাশিত: ০৬ অগাস্ট, ২০২২ ০৩:৫৪:৪৬

গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ভ্যান চালকসহ নিহত ২ 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের বোয়ালিয়া গাইবান্ধা মোড় নামক স্থানে  বাসের পিছন ধাক্কায় এক ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছে। ভ্যানে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন ভ্যান চালক শাহাজাহান আলী (৫০) বোয়ালিয়ার গ্রামের শিববারী পাড়ার আলহাজ্ব বাতেন মন্ডলের ছেলে ও নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখ এর ছেলে ফরিদ শেখ (২২)। 

আহত দুইজন হলেন ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেল এর ছেলে এজাদুল (৩৫), মালাধর গ্রামের ইয়াছিন আলীর ছেলে হামিদুল।

আজ শনিবার (৬ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে গাইবান্ধা মোড়ে  এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়,ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল শাহ পরান নামের একটি যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জে রংপুর-বগুড়া মহাসড়কে গাইবান্ধা মোড়ে পার হওয়ার সময় ব্যাটারি চালিত ভ্যানে ধাক্কা দেয়। 

 ভ্যান চালকসহ দুইজন ঘটনাস্থলে মারা যায়। ঘাতক বাসটি গাড়ী নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাসটির নিচে ভ্যান আটকে গেলে প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর যখন গাড়িটি নিয়ে যাওয়া সম্ভব না হলে গাড়ীটি রেখে গাড়ীর ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। 

আহত দুইজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদের অবস্থা আশংকা জনক হওয়ার তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন অফিসার আরিফ হোসেন।


প্রজন্মনিউজ২৪/ইজা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ