বাগেরহাটে ট্রাকের ধাক্কায় নছিমনচালক নিহত

প্রকাশিত: ০৫ অগাস্ট, ২০২২ ০৩:০৪:১৬

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় নছিমনচালক নিহত

শেখ বাদশা,বাগেরহাট: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় ট্রাকের ধাক্কায় নছিমনচালক নিহত এবং দুজন আহত হয়েছেন। এই সময় নছিমনে থাকা পাঁচটি গরু মারা যায়। শুক্রবার সকালে বাগেরহাট-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নছিমনচালক ফজর আলী শেখ (২৫) চিতলমারী উপজেলার বারাদিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

আহতরা হলেন চিতলমারী উপজেলার বারাদিয়া গ্রামের গরু ব্যাপারী আব্দুল হক সরদার (৬০) ও তার ছেলে শাহাদাৎ সরদার (২৪)।

ফকিরহাট মডেল থানার ওসি মু. আলীমুজ্জামান জানান, আজ শুক্রবার সকাল ৬টার দিকে চিতলমারী থেকে ছয়টি গরু নছিমনে নিয়ে বেতাগা পশুরহাটে যাচ্ছিলেন তারা। পাগলা-শ্যামনগর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী অজ্ঞাত একটি ট্রাকের সঙ্গে নছিমনের সংঘর্ষ হয়। এতে গরুবোঝাই নছিমনটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় নছিমনচালক ফজর আলী শেখ নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত দুই গরু ব্যাপারী আব্দুল হক সরদার ও তার ছেলে শাহাদাৎ সরদারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে চিকিৎসক জানিয়েছে।  

দুর্ঘটনার খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে ট্রাকটি আটক করতে পারেনি।


প্রজম্মনিউজ২৪/ফারহান আহমেদ
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ