রাবিতে ভর্তি পরীক্ষায় যা হলো বেলায়েতের 

প্রকাশিত: ০৩ অগাস্ট, ২০২২ ০৪:৫৫:২২

রাবিতে ভর্তি পরীক্ষায় যা হলো বেলায়েতের 

মঙ্গলবার (২ জুলাই) রাতে ওয়েবসাইটে ২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রুপ-১ এ  ইউনিটে ফলাফল প্রকাশিত হয়েছে। তবে এবারেও স্বপ্নভঙ্গ হলো পঞ্চাশ উর্ধ্ব বেলায়েত শেখের। এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন তিনি। 

প্রাপ্ত ফলাফল অনুসারে,এ ইউনিটের গ্রুপ-১ এ পরীক্ষা দিয়ে ১৭ দশমিক ৮৫ নম্বর পেয়েছেন বেলায়েত শেখ। যা মোট পাশ নম্বরের অর্ধেকের কম। এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশ নম্বর নির্ধারিত ছিল ৪০। উচ্চশিক্ষা লাভের নেশায় আচ্ছন্ন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নিরাশ হয়েছেন।

২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এ ইউনিটে ৫৫ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে গ্রুপ-১ এ পাশের হার ৪৮ দশমিক ৯০ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮২ দশমিক ৮০।


প্রজন্মনিউজ২৪/ইজা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ