প্রকাশিত: ০৩ অগাস্ট, ২০২২ ১০:৪৫:২৪ || পরিবর্তিত: ০৩ অগাস্ট, ২০২২ ১০:৪৫:২৪
সোহাগ আলী, রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সে এ ফলাফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 'এ' ইউনিটে গড় পাশের হার ৫৫.৩৪ শতাংশ।
এরমধ্যে গ্রুপ-১ এ পাশের হার ৪৮.৯০ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮২.৮০, গ্রুপ-২ এ পাশের হার ৫৯.৭৪ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৯২.৭৫, গ্রুপ-৩ এ পাশের হার ৬২.৩৩ ও সর্বোচ্চ নম্বর ৯৩.১৫ এবং গ্রুপ-৪ এ পাশের হার ৫০.৩৯ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৪.৬৫।
ফলাফল প্রকাশের সময় উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল ইসলাম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এবং 'এ' ইউনিটের প্রধান সমন্বয়কারী সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইলিয়াস হোসেনসহ ইউনিটভুক্ত অনুষদসমূহের ডিন ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফল প্রকাশকালে উপাচার্য বলেন, গুণগত মানের প্রশ্ন তৈরী ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি নির্ভুল যাচাই-বাছাই শেষে সঠিক ফলাফল প্রকাশ করা এক মহাযজ্ঞ। সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মেধা ও শ্রমদানকারী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ ফলাফলে মেধার সর্বোচ্চ মূল্যায়ন হয়েছে বলে আশা করি।
উল্লেখ্য, 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৬ জুলাই। এ পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬১ হাজার ৯০ জন শিক্ষার্থী। গড় উপস্থিতির হার ছিল ৯০.৮৬ শতাংশ। ভর্তি পরীক্ষার ফলাফল www.admission.ru. ac.bd- থেকে দেখা যাবে।
প্রজন্মনিউজ২৪/এসএমএ
ডলার বুকিং নিয়ে ‘ভয়’ নয় : বাংলাদেশ ব্যাংক
শাজাহানপুরে দক্ষিন পারতেখুর বিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি, নেই পড়ালেখার পরিবেশ
চলতি মাসে ১৭ হাজার সেনা হারিয়েছে ইউক্রেন
চবিতে চবিসাস ও সিইউজিএনের ২৪ ঘন্টার আল্টিমেটাম
কানাডার নোভাস্কসিয়ায় এশিয়ান কাপের ফাইনালে ভারত চ্যাম্পিয়ন
পর্তুগালে আবাসন সংকট, বিপাকে প্রবাসীরা
নতুন মহামারির শঙ্কা, প্রাণ হারাতে পারেন ৫ কোটি মানুষ