ঋণ জালিয়াতি মামলায় রিজেন্টের সাহেদের জামিন স্থগিত

প্রকাশিত: ০২ অগাস্ট, ২০২২ ০১:৩২:১৫

ঋণ জালিয়াতি মামলায় রিজেন্টের সাহেদের জামিন স্থগিত

মনিরুল ইসলামস্টাফ রিপোর্টারঃ পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) পৌনে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয় রিজেন্ট হসপিটালের চেয়ারম্যান মো. সাহেদের নামে। এই মামলাই হাইকোর্ট দেওয়া জামিন স্থগিত করছে।

সোমবার (১ আগস্ট)  আপিল বিভাগের চেম্বার আদালতে হাইকোর্ট মো. সাহেদের জামিন স্থগিত করছেন।

দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৮ জুলাই রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে এ মামলায় স্থায়ী জামিন দেন হাইকোর্ট। পরে জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ চেম্বার আদালত তার জামিন স্থগিত করেন। 

২০২০ সালের ২৪ সেপ্টেম্বর রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিম, বাবুল চিশতীসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার, বিশ্বাস ভঙ্গ করে অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে ঋণের নামে পদ্মা ব্যাংকের এক কোটি টাকা আত্মসাৎ করেন, যা ২০২০ সালের ১৫ জুলাই পর্যন্ত সুদ-আসলে দাঁড়ায় দুই কোটি ৭১ লাখ টাকা।  


প্রজন্মনিউজ২৪.কম

এ সম্পর্কিত খবর

বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকা’র অনুমতি দেয়নি ঢাবি প্রশাসন

চুয়াডাঙ্গায় সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি

রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৭ কেএনএফ সদস্য কারাগারে

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত করেছে ইসি

ইউটিউব দেখে এটিএম বুথ লুটের পরিকল্পনা করেন আরিফুল

সনদ বাণিজ্য: সরানো হল কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠনের শুনানি ২৯ জুলাই

সেই শিশু নূরীর মা হাফসা আক্তারের জামিন স্থগিতই থাকবে

গরমেও যথারীতি চলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ