বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ১ এবং আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২২ ০৫:৩৭:৪৯ || পরিবর্তিত: ৩১ জুলাই, ২০২২ ০৫:৩৭:৪৯

বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ১ এবং আহত অর্ধশতাধিক

সজীব হোসেন, ভোলা প্রতিনিধিঃ সারাদেশে লোডশেডিংসহ জ্বালানিখাতের অব্যবস্থাপনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় বিক্ষোভ সমাবেশে অংশ নেয় ভোলা জেলার বিএনপিও। বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাঁধে সংঘর্ষ।

আজ রবিববার (৩১ জুলাই) বেলা  ১১টার দিকে ভোলা শহর মহাজনপট্টিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আব্দুর রহিম নামে এক বিএনপি কর্মী। নিহত আব্দুর রহিম সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ ঘটনায় পুলিশসহ আহত হন প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই সময় আহত ব্যক্তিদেরকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

জেলা বিএনপি'র দাবি, পুলিশ সরকারের এজেন্ডা হয়ে অতর্কিতভাবে তাদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেয় এবং টিয়ারসেল ও গুলি চালায়।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সমাবেশের অনুমতি না নিয়ে মিছিল বের করায় পুলিশ বাধা দিলে বিএনপি নেতা-কর্মীরা তাদের ওপর চড়াও হয়। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।


প্রজন্মনিউজ২৪/খতিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ