জিম্বাবুয়ের বিপক্ষে হেরে সোহানের মুখে সেই একই সুর!

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২২ ১০:৫৪:২৭

জিম্বাবুয়ের বিপক্ষে হেরে সোহানের মুখে সেই একই সুর!

খেলা ডেস্ক: ১৫ রান কম হলে ম্যাচটা অন্যরকম হতো, ডেথ ওভারে বোলারদের উন্নতি না হলে ম্যাচ জেতা কঠিন, এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো-এই বাক্যগুলো বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে। ম্যাচ হারের পর অধিনায়কদের নিয়মিত এসব বক্তব্য দিতে দেখা যায়। অথচ নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলার কথা থাকলেও আদতে সেই ব্র্যান্ড আসলে কী সেটিই সাম্প্রতিক সময়ে বোঝা যাচ্ছে না।

অধিনায়ক পাল্টে জিম্বাবুয়ে সফরে নতুন শুরুর আশা করছিল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সেই আশায় গুড়েবালি। কুড়ি ওভারের ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে একই পরণতি! হতাশা মোড়ানো হারের পর অন্য অধিনায়কদের বলে যাওয়া পুরনো সেই বাক্যই বলে গেলেন নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান।

জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে সোহান জানিয়েছিলেন, নিজেদের ব্র্যান্ডের ক্রিকেটটা খেলতে চান। কিন্তু বোলারদের নখদন্তহীন বোলিংয়ের সুযোগ নিয়ে জিম্বাবুয়ের ব্যাটাররা বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের স্কোর গড়ে! এর আগে ১৯৬ রান থাকলেও শুক্রবার তারা তুলে ফেলে ২০৫ রান।

সোহান জানান, ডেথ ওভারে বোলারদের ছন্নছাড়া বোলিংয়ের কারণেই এমনটা হয়েছে। তিনি বলেন, ‘দেখেন একটা খুব ভালো গেম হয়েছে। আসলে কোনও কিছুকেই কারণ হিসেবে দেখতে চাই না। ব্যাটিং বলেন ফিল্ডিং বলেন, বোলিং বলেন- সব আমরাই। যেটাই করি আমাদেরই ভালো করতে হবে। কিন্তু আমার কাছে মনে হয়, শেষ ৫-৬ ওভারে ভালো জায়গায় বোলিং করতে পারিনি। আমার কাছে মনে হয় পরের ম্যাচে এখানে উন্নতি দরকার, সেটি হলে আমরা ম্যাচ জিততে পারবো।’

শুধু বোলিং আর ব্যাটিংই নয়। বেশকিছু সহজ ক্যাচ ও গ্রাউন্ড ফিল্ডিংয়ে চড়া মূল দিতে হয়েছে বাংলাদেশকে। যদিও সোহান জানালেন, তার ফিল্ডাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন, ‘ফিল্ডিং…! ঠিক আছে। হয়তো সবাই চেষ্টা করেছে। ফিফটি ফিফটি কিছু সুযোগ ছিলো, সেগুলো হয়তো আমরা নিতে পারতাম। আমার কাছে মনে হয়, ছেলেরা অনেক চেষ্টা করেছে।’


ডেথ ওভারে প্রতিপক্ষ বোলাররা যেখানে কিপটে বোলিং করেছেন। সেখানে শরিফুল-তাসকিন-মোস্তাফিজরা যেন দয়ার সাগর হয়ে উঠেছিলেন। সোহানের মতে ১৫ রান কম দিলে ম্যাচটা ভিন্নরকম হতে পারতো, ‘২০০ রান চেজ করা সব সময় একটা কঠিন ব্যাপার। আমরা যখন ড্রেসিংরুমে ফিরেছিলাম, তখন চেজের ব্যাপারে সবার আত্মবিশ্বাসী ছিল। আমরা ১৫ রান কম দিলে ম্যাচটা অন্যরকম হতো। আশা করি, এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে উন্নতি করে নামতে পারবো।’


প্রজন্মনিউজ২৪/এমআরএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ