শিক্ষা সচিবের রাবি সফর

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২২ ১০:২৭:৫৬

শিক্ষা সচিবের রাবি সফর

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। বুধবার বিকেল সাড়ে তিনটায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে এক আলোচনা সভায় যোগ দেন তিনি। 

সেখানে তাঁরা রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। আলোচনাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান প্রকল্পসমূহের অগ্রগতি সচিবকে অবহিত করা হয়। সরেজমিনে চলমান প্রকল্পসমূহ ঘুরে দেখে প্রকল্পসমূহের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। এসময় রাবির অধিকতর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। এরপরে কৃষি অনুষদ ভবনের উদ্বোধন ও ভবন প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন তিনি।

সচিবের এসব কর্মসূচিতে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল- ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক (অব.) মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আব্দুল আলিম, ফিশারীজ অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ইসতিয়াক হোসেন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. জালাল উদ্দিন সরদার, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাব পরিচালক অধ্যাপক এম. হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক প্রকৌশলী খোন্দকার শাহরিয়ার রহমান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য সচিবকে ক্রেস্ট উপহার দেন।


প্রজন্মনিউজ ২৪/খতিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ