প্রকাশিত: ২৮ জুলাই, ২০২২ ১০:২৪:২০
নিউজ ডেস্কঃ দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত “পদ্মা সেতু উন্নয়নের মাইলফলক ও ইউক্রেন—রাশিয়ার সংকট উত্তোরণ শীর্ষক” আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) বিকাল ৪ টায় রাজধানীর বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায় ও সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবাইস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জাকারিয়া লিংকন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের স্বনামধন্য সাহিত্যিক দিলীপ রায়, আলোচক সার্ক জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টার-এর সাধারণ সম্পাদক নাজমা সুলতানা নীলা। সেমিনার উদ্বোধন করেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মোঃ শেখ কামাল, এডভোকেট আবু বকর সিদ্দিক, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, লন্ডন বার্তার সম্পাদক আব্বাস চৌধুরী, সেনবাগ মিডিয়া ক্লাবের সভাপতি জিএস মোশাররফ হোসেন, রাজনীতিবিদ আব্দুল মান্নান সিরাজী, বাংলাদেশ বেতার শিল্পী সাহানা বেগম, সমাজকমীর্ ও সাংবাদিক আলাউদ্দিন আলো, সাংবাদিক আবদুল করিম, সাংবাদিক কামাল উদ্দিন, সমাজসেবক তাইজুল ইসলাম, কবি সাহিত্যিক আবুল খায়ের, সবুজ আন্দোলনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক একেএম নোমান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, সার্ক জার্নালিস্ট ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার সাইদুল ইসলাম, প্রকৌশলী কামাল হোসেন, এম এ আকরাম, মোঃ মোস্তফা খাঁন, রাহুল রাজ, মোক্তাদুল পালোয়ান, লায়ন এ. জেড. এম. মাইনুল ইসলাম, রাকিবুল হাসান, এ্যাড. রাশেদ খন্দকার, বদরুল আমীন, মোহাম্মদ আলী সুমন, সৌমিত্র দেব, অশোক ধর, এ কে এম নোমান, টি. এম. তুহিন, মুসা আহমেদ, সাবিকুন নাহার প্রমুখ।
প্রজন্মনিউজ২৪/এসএমএ
চবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহবুব ও ইমাম
রাষ্ট্রপতির কাছে হাইকমিশনারদের পরিচয়পত্র পেশ
ইসরয়েল-ফিলিস্তিনকে যে আহ্বান জানালেন ব্লিঙ্কেন
কালীগঞ্জে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠিতা বার্ষিকী পালিত
লক্ষ্মীপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) উদ্যোক্তা মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরণ
ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট' ২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত
৫দিন ব্যাপী ৯ম শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত