পিসিএনপি কর্তৃক পিএম বরাবর স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২২ ১১:১১:১০ || পরিবর্তিত: ২৪ জুলাই, ২০২২ ১১:১১:১০

পিসিএনপি কর্তৃক পিএম বরাবর স্মারকলিপি প্রদান

খুররম আহমদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ "পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন (সংশোধন) আইন-২০১৬" সংশোধনের দাবীতে নাগরিক পরিষদের পক্ষ থেকে স্মারক লিপি প্রদান। শনিবার (২৩ জুলাই) বিকাল ৫ টায় বান্দরবান সার্কিট হাউজ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান ভূমি কমিশনের চেয়ারম্যানের মাধ্যমে সরকারের নিকট স্মারকলিপি প্রদান করেন।

এ সময় পিসিএনপি জেলা সহ-সভাপতি মওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল(জালাল), মোঃ মিজানুর রহমান আখন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক এর সাথে বান্দরবান জেলা নাগরিক পরিষদের নেতৃবৃন্দদের নিয়ে সাক্ষাৎ করেন। কমিশন চেয়ারম্যান এর মাধ্যমে "ভূমি কমিশন আইন-২০১৬" সংশোধনের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করা হয়।

সাক্ষাতে নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান বলেন- পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ৫২% বাঙ্গালী জনগোষ্ঠীর পক্ষ থেকে উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে জানাচ্ছি যে, "পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬'' নামে যে কমিশন গঠন করা হয়েছে। সেখানে পার্বত্য বাঙ্গালীদের কোন প্রতিনিধি নাই। এর ফলে কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হওয়ার আইন রয়েছে। এ কমিশন থেকে একপেশে যেকোন ধরনের সিদ্ধান্ত আসার আশঙ্কা থেকে যায়। 

এ ধরণের একপেশে সিদ্ধান্তের ফলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বৃহৎ বাঙ্গালী জনগোষ্ঠী ভূমিহীন হয়ে যেতে পারে বলে আশংঙ্কা রয়েছে। 
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ৯ জন সদস্যের মধ্যে ৩ জন সার্কেল চীফ(রাজা) ৩ জন জেলা পরিষদ চেয়ারম্যান, ১ জন আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সহ মোট ৭ জনের সবাই উপজাতি। শুধু ১ জন কমিশনের মাননীয় চেয়ারম্যান ও অন্য ১ জন চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান। এতেই পরিষ্কার বুঝা যায় যে, ভূমি কমিশনে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ৫২% বাঙ্গালী জনগোষ্ঠীর কোন প্রতিনিধি নাই।

ফলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালীরা এই আইন ও কমিশনের মাধ্যমে তাদের ভূমির অধিকার হারাবে বলে হতাশ ও উৎকন্ঠিত। 
ভূমি কমিশনের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ না রাখায়; এটি একপেশে ও সংবিধান পরিপন্থি। 

বর্ষিয়ান এই পার্বত্য নেতা কমিশন চেয়ারম্যানকে আরো বলেন, জীবন ও দেহে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত পার্বত্য অঞ্চলের অধিকার বঞ্চিত নাগরিকদের অধিকারের পক্ষে কথা বলে যাবো।
 


প্রজন্মনিউজ২৪/ফিরোজ
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ