তিন মাসে ১০ লাখ গ্রাহক কমেছে নেটফ্লিক্সের

প্রকাশিত: ২০ জুলাই, ২০২২ ০৪:২৯:২৪ || পরিবর্তিত: ২০ জুলাই, ২০২২ ০৪:২৯:২৪

তিন মাসে ১০ লাখ গ্রাহক কমেছে নেটফ্লিক্সের

বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্ববাজারে ১০ লাখ গ্রাহক হারিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। টানা দুই প্রান্তিকে গ্রাহক সংখ্যা কমলেও চলতি প্রান্তিকে আবার গ্রাহকসংখ্যা বাড়বে বলে আশা করছে প্ল্যাটফর্মটি।

তবে, দ্বিতীয় প্রান্তিকে আশঙ্কার চেয়ে কম গ্রাহক হারিয়েছে নেটফ্লিক্স। বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ২০ লাখ গ্রাহক হারানোর আশঙ্কার কথা বলেছিল কোম্পানিটি।

দ্বিতীয় প্রান্তিকে বিশ্ববাজারে অতো সংখ্যক গ্রাহক না হারালেও কেবল যুক্তরাষ্ট্র ও কানাডাতে সংখ্যাটি একেবারে কমও নয়। মোট ১২ লাখ ৮০ হাজার। তবে, অন্যান্য দেশের গ্রাহক সংখ্যার উত্থান-পতনের সঙ্গে সমন্বয়ের পর প্ল্যাটফর্মত্যাগী গ্রাহকের সংখ্যা নেমে এসেছে ১০ লাখে।

যুক্তরাষ্ট্র ও কানাডায় নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা এখন প্রায় ৭ কোটি ৩৩ লাখ। আর বিশ্বব্যাপী গ্রাহক সংখ্যা ২২ কোটির কিছু বেশি।

বিজ্ঞাপন সমর্থিত ‘সস্তা’ সাবস্ক্রিপশন সেবা নির্মাণে মাইক্রোসফটের সঙ্গে জোট বাঁধার ঘোষণা দেওয়ার এক সপ্তাহের মাথায় বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্ল্যাটফর্মটি। প্ল্যাটফর্মের বিদ্যমান প্যাকেজগুলো বিজ্ঞাপনমুক্ত থাকবে বলে নিশ্চিত করেছেন প্ল্যাটফর্মটির শীর্ষ নেতৃত্ব।

                        ‘সস্তায়’ সেবা দিতে নেটফ্লিক্স-মাইক্রোসফট জোট, থাকবে বিজ্ঞাপন  

গ্রাহক কমলেও আগের বছরের একই সময়ে তুলনায় আয় বেড়েছে নেটফ্লিক্সের। ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় ছিল ৭৩০ কোটি ডলার। এক বছরের ব্যবধানে আয় বেড়ে পৌঁছেছে ৭৯০ কোটি ৭০ লাখে।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে প্ল্যাটফর্মটি সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজের চতুর্থ সিজন থেকে। প্ল্যাটফর্মটিতে সবচেয়ে বেশি দেখা সিরিজের মধ্যে দ্বিতীয় স্থানে আছে এটি। দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে ‘দ্য লেগো মুভি’র নির্মাতা স্টুডিও ‘অ্যানিমাল লজিক’ কেনার পরিকল্পনাও জানিয়েছে নেটফ্লিক্স।


প্রজন্মনিউজ২৪/এমআরএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ