প্রকাশিত: ১৯ জুলাই, ২০২২ ০১:০৮:০৮
অনলাইন ডেস্কঃ টানা ২৬ দিন আকাশে উড়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানুষবিহীন ফ্লাইটের রেকর্ড ভেঙ্গেছে সৌরচালিত উড়োজাহাজ জেফির। ২০১৮ সালে একই উড়োজাহাজ টানা ২৫ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আকাশে উড়ে গিনেস বুকে নাম লিখিয়েছিল। এ কারণে মাত্র চার বছরের মধ্যেই নিজের রেকর্ড নিজেই ভাঙ্গল এয়ারবাসের তৈরি উড়োজাহাজটি।
বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানুষবিহীন ফ্লাইটের রেকর্ড ভাঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে বেলিজ অঞ্চলকে বেছে নেওয়া হয়। এ সময় বাণিজ্যিক বিমান এবং প্রতিকূল আবহাওয়া এড়াতে বায়ুমন্ডলের ওপরে উড়েছে উড়োজাহাজটি।
দিনে সৌরশক্তির মাধ্যমে পথ পাড়ি দিলেও রাতে উড়োজাহাজটিকে সহায়তা নিতে হয়েছে ব্যাটারির। তবে এসব ব্যাটারি সৌরশক্তির মাধ্যমে চার্জ করার সুযোগ থাকায় কোনো জ্বালানি খরচ হয়নি।
প্রায় ৮২ ফুট চওড়া উড়োজাহাজটির উপরের পুরো অংশেই রয়েছে সোলার প্যানেল। ওজনও বেশ কম, মাত্র ৭৫ কেজি। সৌরচালিত মানুষবিহীন উড়োজাহাজটি হাজার মাইল দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায়।
সূত্রঃ বিবিসি
প্রজন্মনিউজ২৪/ফিরোজ
ডিআরইউর সভাপতি শুভ সম্পাদক মহিউদ্দিন
বলে লালা ব্যবহার গ্লেন ফিলিপসের, কী বলছে আইসিসি?
খাগড়াছড়িতে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন
শুটিংয়ে মারা গেলেন মালয়েশিয়ার অভিনেত্রী কুইনজি চেং
সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন শান্ত
রংপুর-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্পিকার
দুবাইয়ে বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু