পৃথিবীর সপ্তম আশ্চর্য গ্রেট পিরামিড

প্রকাশিত: ০২ জুলাই, ২০২২ ০৫:০৬:৪১ || পরিবর্তিত: ০২ জুলাই, ২০২২ ০৫:০৬:৪১

পৃথিবীর সপ্তম আশ্চর্য গ্রেট পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্য গ্রেট পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্য গ্রেট পিরামিড

পৃথিবীর সাতটি প্রাচীন আশ্চর্যের অন্যতম একটি গিজার গ্রেট পিরামিড। শুষ্ক মিশরীয় মরুভূমির মাঝখানে বিশাল পিরামিড নির্জীব দাঁড়িয়ে আছে। যা একসময় ৪র্থ রাজবংশের (২৫৭৫-২৪৬৫ খ্রিষ্টপূর্বাব্দ) রাজা খুফু, রাজা খাফ্রে ও রাজা মেনকাউরের মতো প্রতাবশালী শাসকদের সমাধিস্থল হিসেবে ব্যবহৃত হতো। প্রতি বছর রহস্যময় এই মরু স্থাপনাগুলো দেখতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ দর্শনার্থীরা এখানে আসেন। প্রাচীনতম স্মৃতিস্তম্ভ হিসেবে বিশ্বজোড়া বেশ নামডাক রয়েছে। মিশর সর্ম্পকে জানতে অনলাইনে সার্চ করুন এবং জেনে নিন রহস্যময় এই গ্রেট পিরামিড সর্ম্পকে।

 

আরও এ্যালবাম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ