জ্বর হলে কীভাবে বুঝবেন করোনা না ডেঙ্গু

প্রকাশিত: ২৮ জুন, ২০২২ ০৫:৩১:৪৫ || পরিবর্তিত: ২৮ জুন, ২০২২ ০৫:৩১:৪৫

জ্বর হলে কীভাবে বুঝবেন করোনা না ডেঙ্গু

অনলাইন ডেস্কঃ গেলো কয়েকদিনে রাজধানীসহ সারা দেশে জ্বর-সর্দির প্রকোপ বাড়ছে। অনেকে একসঙ্গে ডেঙ্গু ও করোনায় আক্রান্ত হচ্ছেন, যা বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কারণ ডেঙ্গু ও করোনা একসঙ্গে হলে মৃত্যুর ঝুঁকি থাকে।

কারও জ্বর হলে সাবধানতার জন্য কোভিড পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে আলাদা থাকতে বলা হয়। কিন্তু মনে রাখতে হবে বর্ষাকাল এলেই ডেঙ্গু জ্বরের আক্রান্ত হওয়ার সম্ভবনাটাও থেকে যায়। জ্বর কিংবা ঠাণ্ডা, গলা খুসখুস মানেই কিন্তু করোনা আক্রান্ত হয়েছেন এমনটা নয়। জ্বর হলে আতঙ্কিত না হয়ে বরং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডেঙ্গু ও কোভিড জ্বরের উপসর্গ:  ডেঙ্গু এবং কোভিড—এই দুটি রোগেরই প্রাথমিক উপসর্গ হলো জ্বর। দুই জ্বরের কিছু উপসর্গে মিল আছে। তাই ডেঙ্গু, না কোভিড থেকে জ্বর হচ্ছে বুঝতে সমস্যা হতে পারে। অবশ্য কয়েকটি লক্ষণের ভিত্তিতে প্রাথমিকভাবে ডেঙ্গু হলে জ্বরের সঙ্গে গাঁটে গাঁটে ব্যথা ছাড়াও পেশিতে, মাথায়, চোখের পেছনে ব্যথা হতে পারে। পাশাপাশি ত্বকে র‌্যাশ দেখা দিতে পারে। করোনায় এ ধরণের উপসর্গ সাধারণত থাকে না। কোভিডে জ্বরের সাথে হাঁচি, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট হতে পারে। ডেঙ্গুতে আবার এমন উপসর্গগুলো নেই।

 

 

পরীক্ষা: এ ধরনের উপসর্গের ওপর ভিত্তি করে প্রাথমিক ধারণা করা যায় মাত্র। এ ক্ষেত্রে ডেঙ্গু হয়েছে কিনা নিশ্চিত হতে ডেঙ্গু এনএসওয়ান অ্যান্টিজেন পরীক্ষা এবং করোনা রয়েছে নাকি তা জানতে আরটি-পিসিআর টেস্ট করিয়ে নিতে পারেন। এর পাশাপাশি রক্তের সিবিসি, প্লাটিলেট কাউন্ট, যকৃৎ ও কিডনির টেস্টগুলোও করিয়ে নেবেন। কারণ, এগুলো চিকিৎসার প্রয়োজনে লাগবে। 

 চিকিৎসা: সাধারণত ভাইরাসজনিত রোগের তেমন কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। ডেঙ্গু হলে রক্তচাপ কমে যেতে পারে, মাড়ি, ত্বক বা অন্য কোনো অঙ্গ দিয়ে অস্বাভাবিক রক্তপাত হতে পারে। এ রকম জটিলতা হলে হাসপাতালে ভর্তি হতে হবে এবং স্যালাইন নিতে হতে পারে। সহজ করে বললে, ডেঙ্গুতে রক্তপাতের ঝুঁকি বাড়ে অন্যদিকে করোনায় রক্ত জমাট বাঁধার প্রবণতা তৈরি হয়।

যেহেতেু এই রোগের কোনো নির্দিষ্ট ওষুধ নেই। জ্বর ও গায়ে ব্যথার জন্য প্যারাসিটামল খেতে পারেন। বিশ্রামের পাশাপাশি পরিমিত পরিমাণে পানি পান করতে হবে। সবচেয়ে উদ্বেগজনক হলো, কোভিড ও ডেঙ্গু একসাথে হতে পারে। আর এমনটা ঘটলে রোগ খারাপ দিকে পৌঁছে যাওয়ার আশঙ্কা বহুগুণে বেড়ে যায়। তখন রোগীকে বাসায় না রেখে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাই ভালো।
 


প্রজন্মনিউজ২৪/ফিরোজ


 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ