প্রকাশিত: ২৮ জুন, ২০২২ ০৪:৪৪:৫২
চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের হুমকি ও হেনস্তা করার ঘটনায় ৯ ছাত্রলীগ কর্মীকে শোকজ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন।
আজ মঙ্গলবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
উক্ত ৯ জন হলেন, লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জোবায়ের (নিলয়), অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ সেশনের রানা আহমেদ ও ওয়ায়দুল হক লিমন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ২০১৬-১৭ সেশনের আশিষ দাস, দর্শন বিভাগের ২০১৭-১৮ সেশনের সাজ্জাদুর রহমান, সংস্কৃত বিভাগের ২০১৫-১৬ সেশনের তুষার তালুকদার বাপ্পা, হিসাববিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের আহম্মদ উল্লাহ রাব্বি ও একই বিভাগের ২০১৮-১৯ সেশনের জাহিদুল ইসলাম এবং সংস্কৃত বিভাগের ২০১৯-২০ সেশনের রুদ্র তালুকদার।
চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, গত ১৬ জুন রাতে সাংবাদিকদের হুমকির ঘটনায় ১৯ জুন চবি সাংবাদিক সমিতি একটি অভিযোগ দায়ের করেছিল। এর প্রেক্ষিতে অভিযুক্তদের কাগজপত্র যাচাই-বাছাই করে আজ ৯ জনকে শোকজ করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে এ ঘটনার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তাদের।
উল্লেখ্য, গত ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াসের অনুসারী বেশ কয়েকজন কর্মী চবি সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলামের কক্ষে গিয়ে সাংবাদিকদের হল থেকে বের করে দেয়ার হুমকি দেন। এসময় অকথ্য ভাষায় গালিগালাজও করেন তারা।
এ ঘটনায় গত ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ করেন চবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।
প্রজম্মনিউজ২৪/ফারহান আহমেদ
দিনমজুর যা করলেন ব্যাগভর্তি টাকা পেয়ে
আম্পায়ার রুডি কোয়ের্তজেনের মৃত্যু
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২
সোনাতলায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
নোয়াখালীতে গণপিটুনিতে গরু চোর নিহত
নোয়াখালীতে বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেফতার
চট্টগ্রামে ২টি ফিলিং স্টেশন সাময়িক বন্ধ ও ১লক্ষ টাকা জরিমানা
জিআইটিসি ২০২২ এর প্রাথমিক রাউন্ডে বাংলাদেশ থেকে ১২ জনের অংশগ্রহণ
ফুলছড়িতে হিরোইন ও ইয়াবাসহ সেচ্ছাসেবক লীগের নেতা আটক
চট্রগ্রামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব'র ৯২ তম জন্মদিন উদযাপন