প্রকাশিত: ২৮ জুন, ২০২২ ০৩:৫৮:৪২
মুসা ইবনে হোসাইন বিপ্লব, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।
সোমবার(২৭ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।
তিনি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টায় ক্যাম্প-৯ এ অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্হানরত ছয়জন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেফতার করে ৮ এপিবিএন সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো, ক্যাম্প-১০ এফ-১৬ ব্লকের মৃত নুর আহম্মদের ছেলে আরিফুল্লাহ(৩১),জি-২৮ ব্লকের হাবিবুল্লাহর ছেলে দোস মোহাম্মদ(২৫),এফ-১৩ ব্লকের নুর মোহাম্মদ এর ছেলে মোহাম্মদ তৈয়ব(৩৭),ক্যাম্প-১৬ এর এ-৭ ব্লকের মোবারক আলীর ছেলে নুর মোহাম্মদ(৩৯),ক্যাম্প-১১ ডি-১ ব্লকের ছব্বির আহাম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২৩) ও ক্যাম্প-৯ এর সি-৬ ব্লকের সাকের মোহাম্মদ এর ছেলে সলিমুল্লাহ(৫৫)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
প্রজন্মনিউজ২৪/মনিরুল
ইসরায়েলের সঙ্গে পূর্ণ সম্পর্ক স্থাপন করল তুরস্ক
ববির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অব্যবস্থাপনায় ভোগান্তিতে শিক্ষার্থীরা
মুহূর্তেই শেষ এশিয়া কাপে পাকিস্তান-ভারত দ্বৈরথের টিকিট
নোয়াখালীতে ৬ দোকানদারকে জরিমানা
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে রাবিতে মানববন্ধন
বাকশাল প্রতিষ্ঠার উদযাপন কেন করেন না?প্রধানমন্ত্রীকে রাবি অধ্যাপক
শাকিবের বুকে লেখা 'A' নিয়ে কৌতূহল