প্রকাশিত: ২৮ জুন, ২০২২ ০২:৪৯:৪৩ || পরিবর্তিত: ২৮ জুন, ২০২২ ০২:৪৯:৪৩
আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধিঃ সিলেট-সুনামগঞ্জসহ সারাদেশের বানভাসি মানুষদের জন্য পর্যাপ্ত ত্রাণ,ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল করছে গণতান্ত্রিক জোট।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আসাদুজ্জামান মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার সমন্বয়ক,বাসদ (মার্কসবাদী) নেতা কাজী আবু রাহেন শফিউল্লা খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ,সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী শাহ্, ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি রেততি বর্মন প্রমূখ।
বক্তাগণ সিলেট-সুনামগঞ্জসহ সারাদেশের বানভাসি মানুষদের জন্য পর্যাপ্ত ত্রাণ, ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন,অসুস্থদের চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানান। তারা নড়াইলে সাম্প্রদায়িক উস্কানিদাতা,শিক্ষক লাঞ্চনাকারি এবং সাভারের আশুলিয়ায় স্ট্যাম্পের আঘাতে শিক্ষক হত্যাকারীকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সমাবেশ বক্তারা সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানো ও ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরিশেষে সমাজের সকল মানুষকে তাদের সাথে একত্র হয়ে ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
প্রজম্মনিউজ২৪/ফারহান আহমেদ
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে রাবিতে মানববন্ধন
বাকশাল প্রতিষ্ঠার উদযাপন কেন করেন না?প্রধানমন্ত্রীকে রাবি অধ্যাপক
রাজারহাটে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল
সমর্থক দের জন্য সুখবর দিলেন বেজবাবা সুমন
শিলের আঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
আজ বাংলাদেশের ব্যান্ডসঙ্গীতের সম্রাট আইয়ুব বাচ্চুর জন্মদিন
তাইওয়ানের ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা চীনের