পদ্মা সেতুতে নাট খোলা বায়েজিদের ৭ দিনের রিমান্ড

প্রকাশিত: ২৭ জুন, ২০২২ ০৭:৪৫:৩৩

পদ্মা সেতুতে নাট খোলা বায়েজিদের ৭ দিনের রিমান্ড

নিউজ ডেস্কঃ পদ্মা সেতুতে নাট-বল্টু খোলা বায়েজিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (২৭ জুন) বিকেলে শরীয়তপুরের মুখ্য বিচারক হাকিম আদালত বিচারক মো. সালেহুজ্জামান এ আদেশ দেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে আদালতের কোর্ট পরিদর্শক মো. জাহাঙ্গীর।

এর আগে গতকাল রোববার বিকেল চারটা নাগাদ বায়েজিদকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করে সিআইডি। রাষ্ট্রের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্নের দায়ে সোমবার তার বিরুদ্ধে পদ্মা সেতু (দক্ষিণ) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

উল্লেখ্য, পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম দিনে শিথিলতার সুযোগে সেতুতে দাঁড়িয়ে রেলিংয়ের নাট খুলে ভিডিও ধারণ করে সে। পরে সে ভিডিও স্যোসাল ভিডিও শেয়ার এ্যাপ টিকটকে আপলোড দিলে সাথে সাথে সিআইডির সাইবার টিমের নজরে আসে। পরে তাকে চিহিৃত করে আটক করা হয়।


প্রজন্মনিউজ২৪/এসএমএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ