প্রকাশিত: ২৭ জুন, ২০২২ ০৩:০৯:১১
পদ্মা সেতু পারাপারে যাত্রীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, পদ্মা সেতু অবকাঠামো একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা এবং দেশের একটি বড় সম্পদ। এর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
বিবৃতিতে তিনি সেতু পারাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যে সকল নির্দেশনা জারি করেছে তা যথাযথভাবে পালন করে শৃঙ্খলা বজায় রাখারও আহ্বান জানান।
উল্লেখ্য, গতকাল রবিবার (২৬ জুন) ভোর ছয়টা থেকে সব ধরনের যানবাহনের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়। কিন্তু বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে রাত ১০টায় মারাত্বক দুর্ঘটনায় দু’জন মারা যান। এর পরপরই সেতু বিভাগ পদ্মা সেতুর ওপর দিয়ে সব ধরনের মোটরসাইকেল (২৭ জুন থেকে) অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করে।
প্রজন্মনিউজ২৪/জাহিদ
সিউলে প্রবল বন্যা ও বৃষ্টিতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে
‘বঙ্গমাতা সাদাসিধে বাঙালি নারীর প্রতীক’
নিরাপত্তাহীনতায় যুক্তরাষ্ট্রের মুসলিমরা
আমরা রাজপথের পুরাতন খেলোয়াড় : ওবায়দুল কাদের
বিপর্যস্ত কর্ণফুলী নদীকে বাঁচাতে হবে