সোনাইমুড়ীতে আ'লীগের দু'গ্রুপের সংঘর্ষ, আহত-৯

প্রকাশিত: ২৭ জুন, ২০২২ ১০:১৪:৫৫

সোনাইমুড়ীতে আ'লীগের দু'গ্রুপের সংঘর্ষ, আহত-৯


নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯জন আহত হয়েছে।  

আহতরা হলো, রবিউল হাসান (২৭) , ইয়াছিন আরাফাত বাদশা (২৬), সাব্বির (১৮), রাকিব (২০), শামিম (২০)সাইফুল (২৪),  মোখলেছ ২৬)সহ ৯জন।  

রোববার (২৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার চাষীরহাট ইউনিয়নের পোরকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ব্যালটের মাধ্যমে চাষীরহাট ইউনিয়নের  ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলছিল। এ সময় ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মহসিন মেম্বারের অনুসারীদের সাথে আরেক সভাপতি পদপ্রার্থী মুনাফের অনুসারীদের ব্যালট নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় প্রার্থীর অনুসারীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৯জন আহত হয় এবং  চেয়ার-টেবিল ভাঙচুর করে হামলাকারীরা। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে উভয় প্রার্থীর মুঠোফোনে কল করা হলেও তারা ফোন রিসিভ করেন নি।    

এ বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) হারুন অর রশিদ জানান, ব্যালটের মাধ্যমে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলছিল। ওই সময় ওয়ার্ড আওয়ামী লীগের দুটি গ্রুপ সংঘর্ষে জড়ায়।  এতে উভয় পক্ষের ৩-৪জন আহত হয়।  তবে এ  ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত কোন অভিযোগ দায়ের করে নি।


 প্রজন্মনিউজ২৪/ফিরোজ

এ সম্পর্কিত খবর

ফেসবুকে হা হা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন

আওয়ামী লীগ সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে: রিজভী

এসএসসি পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীর ২ বছরের কারাদন্ড

পিরোজপুরের নাজিরপুরে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে, পুলিশের এস আই সহ আহত-৪

সোনাইমুড়ীতে দাখিল পরীক্ষার দায়িত্ব থেকে ৮ শিক্ষককে অব্যাহতি

চবিতে দেশিয় অস্ত্র নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মাভাবিপ্রবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৯

রাবির মূল ফটকের সামনে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ২

নির্বাচন কেন্দ্রীক সহিংসতায় নিহত ১৫ জন, আহত ২২০০: এইচআরএসএস

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ