প্রকাশিত: ২৭ জুন, ২০২২ ১০:০৫:৪৫
নুর উদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ‘নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজগড়ি’ এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজে র্যালি সমাবেশ করা হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রবিবার (২৬ জুন) সকাল ১১ টায় ভেক্টোরি কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে কলেজের প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গন এসে সমাবেশে রুপান্তরিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর-পেশার মানুষও অংশ নেন।
কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ হারুনুর রশিদ বলেন, মাদক জীবন থেকে জীবনকে কেড়ে নেয়। শুধু ব্যক্তি নয়, মাদক পুরো পরিবারকেই ধ্বংস করে দেয়। সমাজ থেকে মাদক দূর করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকাসক্ত থেকে সুস্থ জীবনে ফিরে আসা দু‘জন যুবক তাদের ব্যক্তিজীবনের ভয়াবহতার কথা তুলে ধরেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সভাপতি রাজু আহম্মেদসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থীরা।
প্রজন্মনিউজ২৪/এসএমএ
রাজারহাটে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মুক্তিযোদ্ধার মেয়েকে নিয়ে কুরুচিপুর্ন ইঙ্গিত
শিক্ষকের মুক্তির দাবিতে প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫১
যথাযথ মর্যাদায় দেশব্যাপী জাতীয় শোক দিবস পালন
জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
পানপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতীয় শোক দিবস পালিত
রামগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত