ভারত-ইংল্যান্ড টেস্টের সময় বদল! 

প্রকাশিত: ২৬ জুন, ২০২২ ০২:৪৬:৫৯

ভারত-ইংল্যান্ড টেস্টের সময় বদল! 

বার্মিংহ্যামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্টের সময় বদল হতে পারে। ডেইলি মেল সূত্রে খবর, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) সিদ্ধান্ত নিয়েছে, পঞ্চম টেস্ট শুরুর সময় ৩০ মিনিট এগিয়ে আনা হবে। যদিও এই বিষয়ে এখনও কোনও ঘোষণা করেনি তারা।

ইংল্যান্ডে টেস্ট ম্যাচ সাধারণত স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হয়। ইসিবি সিদ্ধান্ত নিয়েছে, ভারত-ইংল্যান্ড টেস্ট শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়। অর্থাৎ ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টার বদলে দুপুর ৩টায় থেকে খেলা শুরু হবে। খেলা শেষ হবে রাত ১০টায়। তবে ৯০ ওভার শেষ করার জন্য প্রয়োজনে ৩০ মিনিট বেশি খেলা হতে পারে।

জানা গিয়েছে, ইংল্যান্ডে থাকা ভারতীয় দর্শকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে সাধারণত টেস্ট ম্যাচ শুরু হয় স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়। কিন্তু ইংল্যান্ডে সকালের দিকে মাঠে শিশিরের প্রভাব থাকায় স্থানীয় সময় সকাল ১১টায় খেলা শুরু হয়। খেলা শেষ হতে রাত সাড়ে ১০টা বেজে যায়। অতিরিক্ত ৩০ মিনিট খেলা হলে শেষ হতে রাত ১১টা বাজে। তাতে ভারতীয় দর্শকদের সমস্যা হতে পারে। তাই খেলা ৩০ মিনিট এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


প্রজন্মনিউজ২৪/জাহিদ
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ