নোয়াখালীতে ৩৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

প্রকাশিত: ২৬ জুন, ২০২২ ১০:০৯:২৭

নোয়াখালীতে ৩৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

নোযাখালী প্রতিনিধিঃ নোয়াখালী সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের দক্ষিণ জগতপুর গ্রামে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩৫০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

শনিবার (২৫জুন) চাঁদপুর বিএনএসবি মাজাহারুল হক চক্ষু হাসপাতালের সহযোগীতায় নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতি ও গ্রামীণ কমিউনিটি চক্ষু হাসপাতাল যৌথভাবে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।

জানা গেছে, ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে থেকে বাছাই করা ৪০ জন রোগীকে ছানিসহ ল্যান্স অপারেশনের জন্য চাঁদপুরের বিএনএসবি মাজাহারুল হক চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। এসব রোগীর তিনদিন বিনামূল্যে থাকা-খাওয়াসহ চক্ষু অপারেশন সেবা প্রদান করা হবে।

চিকিৎসা সেবা প্রদান করেন গ্রামীণ কমিউনিটি চক্ষু হাসপাতালের চিকিৎসক জহিরুল হক ও অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতালের চিকিৎসক দোলন রানী কুরি।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী ওরফে রাজু, নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মকছুদুর রহমান, সাধারণ সম্পাদক চিকিৎসক উত্তম মজুমদার, জেলা আওয়ামী লীগের সদস্য দীপক ভৌমিক। 


প্রজন্মনিউজ২৪/এসএমএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ