প্রকাশিত: ২৫ জুন, ২০২২ ০২:৪২:৫১
সরকারি রাস্তার বালু উত্তোলনের সময় বালু চাপা পড়ে নাটোরের সিংড়ায় শফিকুল ইসলাম (৩০) নামের এক টিউবওয়েল শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেলগ্রাড়ী মসিন্দা রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক উপজেলার সুকাশ ইউনিয়নের ধাপকুড়াইল গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেলগ্রাড়ী মসিন্দা রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনের কাছে খবর দেয় স্থানীয়রা। পরে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
শ্রমিকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড সদস্য দুলাল চন্দ্র বলেন, বোয়ালিয়া-মসিন্দা রাস্তার কাজের জন্য শ্যালো মেশিন দিয়ে বালু তুলতে গিয়ে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি তার জানা নেই।
প্রজন্মনিউজ২৪/মুবিন
গোসল করতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
হাওড়ে নৌকাডুবিতে এক জেলের মৃত্যু
যে কারণে ইসরাইল গাজায় হামলা করে
শাজাহানপুরের আশেকপুর ইউপি চেয়ারম্যানের মৃত্যু
বিপর্যস্ত কর্ণফুলী নদীকে বাঁচাতে হবে
পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ গেল শিশুর
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ২