প্রকাশিত: ২৩ জুন, ২০২২ ১০:৪৩:৩২
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় র্যাবের পৃথক পৃথক অভিযানের মাধ্যমে ১০২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯.৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২২ জুন) র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে এ কথা জানান।
আটককৃতরা হলেন- ওয়াসিম মিয়া (৪০) সদর উপজেলার পলাশপাড়া গ্রামের মৃত রফিজ মিয়ার ছেলে ও রুকন মিয়া (২৬) সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের মৃত রফিক-উদ-দৌলার ছেলে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার (২১ জুন) র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদরের পলাশপাড়া নামকস্থানে অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ মাদকদ্রব্য ১০২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯.৫ গ্রাম হেরোইনসহ ওয়াসিম মিয়াকে আটক করে র্যাব।
পরে জেলার ফুলছড়ি উপজেলার হোসেনপুর এলাকা থেকে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুকন মিয়াকে আটক করা হয়।
তিনি আরো বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জরিত প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সদর থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা করে পরে আটকৃত আসামিদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়।
এবং তাদের সাথে জরিতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
প্রজন্মনিউজ২৪/ফিরোজ
বিষাক্ত বাতাসের শীর্ষ শহরের তালিকায় ঢাকা
ববির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অব্যবস্থাপনায় ভোগান্তিতে শিক্ষার্থীরা
নোয়াখালীতে ৬ দোকানদারকে জরিমানা
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে রাবিতে মানববন্ধন
বাকশাল প্রতিষ্ঠার উদযাপন কেন করেন না?প্রধানমন্ত্রীকে রাবি অধ্যাপক
১৭ আগষ্ট: ইতিহাসের আজকের এইদিনে
ঝরে পড়া শিশুদের পাঠদানে ফেরাতে প্রশিক্ষণ কর্মসূচি