প্রকাশিত: ২৩ জুন, ২০২২ ১০:৩২:০৩
বরগুনা প্রতিনিধিঃ বরগুনার দুটি উপজেলায় স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে।
ইউনিয়নগুলো হলো- তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন ও বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন। সোমবার (২০ জুন) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে এ সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী বরগুনায় স্থগিত হওয়া দুইটি ইউনিয়নের নির্বাচন আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ষষ্ঠ ধাপে গত ১৬ জুন কাজিরাবাদে ব্যালটের মাধ্যমে উপ-নির্বাচন ও সোনাকাটায় ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) এর মাধ্যমে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় ১২ জুন কাজিরাবাদের ও ১৩ জুন সোনাকাটার নির্বাচন স্থগিত করে কমিশন।
প্রজন্মনিউজ২৪/খতিব
বহিষ্কারের পর এবার গ্রেফতার রাবির সেই শিক্ষার্থী
নরসিংদী হত্যা মামলার আসামিকে গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ
ইউরোপের তিন দেশে প্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরবে বেসিস
মহিমাগঞ্জে নকল প্রসাধনী তৈরি ও সাংবাদিক লাঞ্ছিতকারী আটক
কুতুবদিয়া ফেরি'র দাবী দেড় লক্ষাধিক মানুষের
ইউজিসির অভিন্ন নীতিমালার প্রতিবাদে বুটেক্সে কর্মচারীদের মানববন্ধন
পেকুয়ায় বেড়িবাঁধ পরিদর্শনে ইউএনও