৯ জুলাই হতে পারে আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

প্রকাশিত: ২৩ জুন, ২০২২ ১০:২২:৫৩

৯ জুলাই হতে পারে আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ জুলাইয়ে ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে। দেশটির জ্যোতির্বিদেরা এক পর্যবেক্ষণের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে এ উৎসবকে কেন্দ্র করে চার দিনের ছুটি পাওয়া যাবে। গতকাল বুধবার সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জ্যোতির্বিদেরা জানিয়েছেন, জিলহজের প্রথম চাঁদ দেখা যেতে পারে আরব আমিরাতের স্থানীয় সময় ২৯ জুন (বুধবার) সন্ধ্যায়। সেই হিসাবে ৩০ জুন হবে জিলহজ মাসের প্রথম দিন। আর আগামী ৮ জুলাই পবিত্র আরাফার দিন। সেই হিসাবে আরব আমিরাতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ৯ জুলাই (১০ জিলহজ)।

প্রতিবছর জিলহজ মাসে সৌদি আরবের মক্কায় মুসলমানদের পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ১০ জিলহজ ঈদুল আজহার দিনে কোরবানি করার মধ্য দিয়ে এ প্রক্রিয়া শেষ হয়। সারা বিশ্বের মুসলমানদের কাছে এই ঈদ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়।


প্রজন্মনিউজ২৪/খতিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ