ফুলবাড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ২২ জুন, ২০২২ ০৭:০৯:২১

ফুলবাড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ইমরান হোসাইন, ফুলবাড়ী (দিনাজপুর), প্রতিনিধি: দিনাজপু‌রের এক‌টি প্র‌সিদ্ধ ও গুরুত্বপূর্ণ উপ‌জেলা ফুলবাড়ী। দিনাজপু‌রের ১৩ উপ‌জেলার ম‌ধ্যে গুরুত্ব‌ বি‌বেচনায় ফুলবাড়ী উপ‌জেলার স্থান দ্বিতীয়। কয়লাখ‌নি, তাপ‌বিদ্যুৎ কেন্দ্র, পাথরখ‌নি, স্বপ্নপুরী সহ অ‌নেক গুরুত্বপূর্ণ স্থাপনার কেন্দ্র‌বিন্দু এই ফুলবাড়ী। বৃহত্তর দিনাজপু‌রের বা‌ণি‌জ্যিক যোগা‌যোগ ফুলবাড়ীর উপর দি‌য়েই হ‌য়ে থা‌কে। ফ‌লে হালকা, মাঝা‌রি, ভা‌রি সব ধর‌ণের যান চলাচল ক‌রে ফুলবাড়ী দি‌য়ে। কিন্তু গুরুত্বপূর্ণ এ উপ‌জেলায় নেই কোন বাইপাস সড়ক। ফ‌লে প্র‌তিনিয়তই ঘট‌ছে দুর্ঘটনা।

বুধবার (২২ জুন) দুপু‌র দেড়টায় ফুলবাড়ীর ব্যস্ততম সড়ক নিমতলা মো‌ড়ে সড়ক দুর্ঘটনা ঘ‌টে। এতে ট্রা‌কের চাকায় পিষ্ট হ‌য়ে ঘটনাস্থ‌লেই শ‌হিদুল ইসলাম (৬৩) না‌মের একজন নিহত হন। নিহত শহিদুল ইসলাম পার্শ্ববর্তী উপ‌জেলা বিরামপু‌রের কাটলা এলাকার হরিহরপুর গ্রা‌মের বা‌সিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যস্ততম সড়‌কে রিক্সার সা‌থে নিহত ব্য‌ক্তির মোটর সাই‌কে‌লের ধাক্কা লাগার উপক্রম হ‌লে তি‌নি ব্রেক ক‌রেন। এসময় পণ্যবা‌হী ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হ‌য়ে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়। উ‌ত্তে‌জিত জনতা ধাওয়া ক‌রলে ড্রাইভার গা‌ড়ি রে‌খে পা‌লি‌য়ে যায়। খবর পে‌য়ে থানা পু‌লিশ ফুলবাড়ী ফায়ার সা‌র্ভি‌সের সহায়তায় লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যায়।

ফুলবাড়ী থানার উপ-প‌রিদর্শক (এস.আই) গোলাম রব্বানী ব‌লেন, লাশ ও ঘাতক ট্রাক‌টি উদ্ধার ক‌রে থানায় আনা হ‌য়েছে। আই‌নি প্র‌ক্রিয়া চলমান র‌য়ে‌ছে।অন্য‌দি‌কে, এক‌টি বাইপাস সড়‌কের অভা‌বে এ‌কের পর এক দুর্ঘটনা ও মৃত্যু মে‌নে নি‌তে পার‌ছেনা ফুলবাড়ীর সচেতন মহল। মাত্র ২০‌দিন আ‌গেই একই স্থ‌া‌নে ট্রাক মোটর-সাইকে‌লের সংঘ‌র্ষে দুজন নিহত হয়। সাধারণ মানু‌ষের প্রশ্ন, আর কত প্রাণ ঝর‌লে টনক নড়‌বে সরকা‌রের! কত প্রাণ ঝর‌লে ফুলবাড়ী বা‌সি পা‌বে এক‌টি বাইপাস সড়ক।

নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক একজন পথচারী কান্না জ‌ড়িত ক‌ন্ঠে ব‌লেন, ব্যস্ততম এক‌টি ‌এক‌লে‌নের সড়‌কের উপ‌রেই ক‌য়েক‌টি জেলার পণ্যবাহী গা‌ড়ি, দূরপাল্লার বাস, স্থানীয় ঠেলাগা‌ড়ি হ‌তে শুরু ক‌রে সব ধর‌নের যানবাহন চ‌লছে। সত্য বল‌তে আমা‌দের হাঁট‌তেও ভয় লা‌গে। এক‌টি বাইপাস সড়‌ক থাক‌লে দূরপাল্লার সব যানবাহন ওই পথেই চলত। এ‌তে অ‌নেক প্রাণ বেঁ‌চে যেত। বাইপাস সড়‌কের দা‌বি‌তে আমরা মাত্র ১০‌দিন আ‌গেও মানববন্ধন ক‌রে‌ছি। কিন্তু আমা‌দের কথা গু‌লো হয়ত কর্তৃপ‌ক্ষের কর্ণ পর্যন্ত পৌঁছায় না।


 প্রজন্মনিউজ২৪/মনিরুল

এ সম্পর্কিত খবর

ঢাকা শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ভোট দিতে গিয়ে শুনলেন তিনি মারা গেছেন, নিরাশ হয়েই ফিরলেন বৃদ্ধা

ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া

মুস্তাফিজকে কেন পুরো আইপিএল খেলতে দিচ্ছে না বাংলাদেশ

খিলগাঁওয়ে পরিত্যক্ত ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ, পুলিশের ধারণা হত্যা

ছাত্রলীগ নেতার পর একই নারীর সঙ্গে ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল

কণ্ঠের সুরক্ষায় ঝাল-তৈলাক্ত খাবার পরিহারের পরামর্শ

৩টি ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা

আগামীকাল ফিটনেস পরীক্ষা, থাকছেন কি সাকিব?

ফরিদপুরে মন্দিরে আগুন, এলাকাবাসীর পিটুনিতে নিহত ২

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ