ওমর সানী স্ত্রী মৌসুমীকে নিয়ে সুসংবাদ দিলেন

প্রকাশিত: ২২ জুন, ২০২২ ০৩:৫৩:৩৬

ওমর সানী স্ত্রী মৌসুমীকে নিয়ে সুসংবাদ দিলেন

বিতর্কিত অভিনেতা জায়েদ খানকে নিয়ে তাদের মধ্যে যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়েছিল, তা মিটে গেছে বলে এক অডিও বার্তায় জানিয়েছেন ‘কুলি’ খ্যাত চিত্রনায়ক,  তারকা স্ত্রী মৌসুমীকে নিয়ে সুসংবাদ শোনালেন ওমর সানী।

সঙ্গে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন। ছুঁড়ে দিয়েছেন নানা প্রশ্ন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো ওই অডিও বার্তায় ওমর সানী দাবি করেছেন, ‘আমাদের মধ্যে যে সমস্যা ছিল, তা মিটে গেছে।

একসঙ্গে আছি,  এক ঘরে থাকছি। আমি, মৌসুমী, ছেলেমেয়ে ফারদিন, ফাইজা, আমার ছেলের বউ আয়েশা- সবাই একসঙ্গে আছি। ভালো আছি, সুখে আছি আমরা।’

মৌসুমীর কিছু কথা এডিট করে রংচং লাগিয়ে প্রচার করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন ওমর সানী। বলেন, ‘মৌসুমী আমার স্ত্রী। আমি তো চরিত্র নিয়ে কথা বলছি না। আপনাদের কে বলেছে তার জনপ্রিয়তার শৃঙ্খলে আঘাত করার? আপনাদের এই অধিকার কে দিয়েছে?’

অভিনেতা অভিযোগ করেন, ‘এডিট করে একজনের কথা আরেকজনের মধ্যে ঢুকিয়ে সাংসারিক দূরত্ব আপনারাই সৃষ্টি করছেন। এসব এডিটিং মার্কা জিনিস ছেড়ে দেন দয়া করে। যারাই এটি করছেন, তাদের শুভবুদ্ধির উদয় হোক।’

দাম্পত্য কলহ সম্পর্কে ওমর সানীর প্রশ্ন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা খুনসুটি, হালকা দূরত্ব কার না হয়? আপনার মা-বাবার মধ্যে ছিল না? আপনার পাড়া–প্রতিবেশীর মধ্যে এটি দেখেছেন না? বা আপনার নিজের মধ্যে কি এটি নেই? আমরা কি দুধে ধোয়া তুলসী পাতা? তাহলে কেন মৌসুমীকে নিয়ে এসব বলছেন?’

এর আগে মৌসুমী গণমাধ্যমে দেওয়া অডিও বার্তায় স্বামী ওমর সানীকে ‘ভাই’ বলে সম্মোধন করেন। এ প্রসঙ্গে অভিনেতার সাফাই, ‘রাগ করে ও (মৌসুমী) অনেক সময় আমাকে ভাই বলে। আমিও তাকে আপনি করে বলি, ম্যাডাম বলি। এতে তো কোনো সমস্যা দেখছি না।’


প্রজন্মনিউজ২৪/মনিরুল

এ সম্পর্কিত খবর

নিখোঁজের ২ দিনপর, স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ট্রাফিক পুলিশের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিলেন আইজিপি

আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ থাকবে : কাদের

আমাদের মান-ইজ্জতে হামলা হয়েছে, সাবধান হয়ে যাও

সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর : ধর্মমন্ত্রী

শিক্ষক মরহুম আবু তালেবের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া

মুস্তাফিজকে কেন পুরো আইপিএল খেলতে দিচ্ছে না বাংলাদেশ

৩টি ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ