প্রকাশিত: ২২ জুন, ২০২২ ০৩:৫৩:৩৬
বিতর্কিত অভিনেতা জায়েদ খানকে নিয়ে তাদের মধ্যে যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়েছিল, তা মিটে গেছে বলে এক অডিও বার্তায় জানিয়েছেন ‘কুলি’ খ্যাত চিত্রনায়ক, তারকা স্ত্রী মৌসুমীকে নিয়ে সুসংবাদ শোনালেন ওমর সানী।
সঙ্গে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন। ছুঁড়ে দিয়েছেন নানা প্রশ্ন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো ওই অডিও বার্তায় ওমর সানী দাবি করেছেন, ‘আমাদের মধ্যে যে সমস্যা ছিল, তা মিটে গেছে।
একসঙ্গে আছি, এক ঘরে থাকছি। আমি, মৌসুমী, ছেলেমেয়ে ফারদিন, ফাইজা, আমার ছেলের বউ আয়েশা- সবাই একসঙ্গে আছি। ভালো আছি, সুখে আছি আমরা।’
মৌসুমীর কিছু কথা এডিট করে রংচং লাগিয়ে প্রচার করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন ওমর সানী। বলেন, ‘মৌসুমী আমার স্ত্রী। আমি তো চরিত্র নিয়ে কথা বলছি না। আপনাদের কে বলেছে তার জনপ্রিয়তার শৃঙ্খলে আঘাত করার? আপনাদের এই অধিকার কে দিয়েছে?’
অভিনেতা অভিযোগ করেন, ‘এডিট করে একজনের কথা আরেকজনের মধ্যে ঢুকিয়ে সাংসারিক দূরত্ব আপনারাই সৃষ্টি করছেন। এসব এডিটিং মার্কা জিনিস ছেড়ে দেন দয়া করে। যারাই এটি করছেন, তাদের শুভবুদ্ধির উদয় হোক।’
দাম্পত্য কলহ সম্পর্কে ওমর সানীর প্রশ্ন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা খুনসুটি, হালকা দূরত্ব কার না হয়? আপনার মা-বাবার মধ্যে ছিল না? আপনার পাড়া–প্রতিবেশীর মধ্যে এটি দেখেছেন না? বা আপনার নিজের মধ্যে কি এটি নেই? আমরা কি দুধে ধোয়া তুলসী পাতা? তাহলে কেন মৌসুমীকে নিয়ে এসব বলছেন?’
এর আগে মৌসুমী গণমাধ্যমে দেওয়া অডিও বার্তায় স্বামী ওমর সানীকে ‘ভাই’ বলে সম্মোধন করেন। এ প্রসঙ্গে অভিনেতার সাফাই, ‘রাগ করে ও (মৌসুমী) অনেক সময় আমাকে ভাই বলে। আমিও তাকে আপনি করে বলি, ম্যাডাম বলি। এতে তো কোনো সমস্যা দেখছি না।’
প্রজন্মনিউজ২৪/মনিরুল
আগামী মৌসুমে আল নাসরেই রোনালদো , অপেক্ষায় মেসি-বেনজেমাদের
শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
তুরস্কের প্রেসিডেন্টকে হাসনা মওদুদের অভিনন্দন
জাপানকে নির্বাচন পর্যবেক্ষণের অনুরোধ জানালেন সিইসি
বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সম্রাট
এভারেস্ট জয়ের ৭০ বছরে জয়ীদের কীর্তি বললেন সন্তানরা
রাশিয়ার ৫ কনস্যুলেটের মধ্যে ৪টি বন্ধ করে দিয়েছে বার্লিন
এবার স্ক্রিন শেয়ারের সুযোগ পাবেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে