প্রকাশিত: ২২ জুন, ২০২২ ০৩:৪৫:০২
আসন্ন জুলাইয়ে অনুষ্ঠিতব্য মিরর ম্যাগাজিন আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেসেন্টস ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’ উপলক্ষ্যে ঢাকায় আসছেন ‘ধাড়কান’ খ্যাত নায়িকা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি।
এক ভিডিও বার্তায় শিল্পা ঢাকায় আসার খবর নিশ্চিত করেছেন। আয়োজনে শুধু অতিথি নয়, তাকে পারফর্ম করতেও দেখা যাবে।
তিনি বলেছেন, ‘প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। আমি খুবই উৎসাহী হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন।’ রাজধানী শহরের বনানীতে পাঁচ তারকা হোটেল শেরাটন ঢাকার বলরুমে হবে সেই অনুষ্ঠান।
৩০ জুলাই অনুষ্ঠিত হবে মিরর ও ম্যাক্স শপারস আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিল্পা।
প্রজন্মনিউজ২৪/মনিরুল
সংখ্যালঘু শিক্ষকদের হত্যা, লাঞ্ছিত ও জমি দখলের প্রতিবাদে রাবিতে মানববন্ধন
বরিশালের মাঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের ঘর তুলতে বাঁধা
কোথাও হালকা কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা
রাশিয়া আবার কিয়েভকে আঘাত করল
চলতি মাসের শেষের দিকে বাড়বে বৃষ্টি