বাংলাদেশকে পিছনে ফেলে শীর্ষস্থান কেড়ে নিতে পারে ইংল্যান্ড

প্রকাশিত: ২২ জুন, ২০২২ ১০:৫৯:০৯

বাংলাদেশকে পিছনে ফেলে শীর্ষস্থান কেড়ে নিতে পারে ইংল্যান্ড

দীর্ঘ সময় ধরে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের শীর্ষস্থানটি দখলে রেখেছে বাংলাদেশ। তবে এবার টাইগারদের হটিয়ে দিতে পারে ইংল্যান্ড। বুধবারই বাংলাদেশ নেমে যেতে পারে দুই নম্বর অবস্থানে।

এদিন আমলিস্টভিনে ‘দুর্বল’ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামছে ইংলিশরা। এই ম্যাচেও পরিষ্কার ফেবারিট ইয়ন মরগ্যানের দল।

আগের দুই ম্যাচে নেদারল্যান্ডসকে পাত্তাই দেয়নি ইংল্যান্ড। প্রথম ওয়ানডেতে দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ড গড়ে জিতেছে ২৩২ রানে, দ্বিতীয়টিতে জয় ৬ উইকেটের।

ডাচদের সামনে তাই আরেকটি পরাজয় অপেক্ষা করছে, আন্দাজ করাই যায়। সেটি হলে বিশ্বকাপ সুপার লিগে আরও ১০ পয়েন্ট পাবে ইংল্যান্ড। পেছনে ফেলবে বাংলাদেশকে।

১৮ ম্যাচে ১২ জয়ে ১২০ পয়েন্ট নিয়ে এই তালিকার শীর্ষে আছে তামিম ইকবালের দল। এক ম্যাচ কম খেলে ১১ জয়ে ১১০ পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড। একটি ম্যাচ ফল না হওয়ায় সঙ্গে আবার যোগ হয়েছে ৫ পয়েন্ট। অর্থাৎ ইংল্যান্ডের পয়েন্ট এখন ১১৫।

নেদারল্যান্ডসের বিপক্ষে বুধবার জিতলে আরও ১০ পয়েন্ট যোগ হবে। সেক্ষেত্রে ইংল্যান্ডের পয়েন্ট হবে ১৮ ম্যাচে ১২৫। বাংলাদেশের চেয়ে পাঁচ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে চলে আসবে ইংলিশরা।


প্রজন্মনিউজ২৪/খতিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ