প্রকাশিত: ২০ জুন, ২০২২ ০৩:১৮:৪৯
বাবা
এস এম ফকরুল রিয়াজ
বাবা শুধু বাবা নয়
সেতো সন্তানের বৈধ পরিচয়।
আসুক যতো বিপদ বাধা,
লাগুক গায়ে
যত আঘাত-কাদা,
সন্তানের বিপদকে যে
নিজের মাথা পেতে নেয়।
বাবা সেতো স্বার্থহীন
নিরাপদ আশ্রয়।
যে হয়েছে বাবাহীন
সেই জানে, সেই বুঝে
পৃথিবীটা তার কত যে কঠিন।
অবিভাবক অনেক হয়
বাবার মত অবিভাবকত্ব
পৃথিবীতে আর কারো নয়।
রাত্রি-দিন অবসরহীন,
নিজের ভবিষ্যৎ ভুলে,
যে সন্তানের ভবিষ্যৎ গড়ে যায়।
দেখেছ কি কভু ভাবি
নির্ভয়ে, নিঃসঙ্কোচে
বাবার মতো বলো
আর কার কাছে
ধরা যায় বায়না,
করা যায় সে রকম দাবি?
প্রজন্মনিউজ২৪/এসএমএ
শিক্ষক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সোচ্চার শাজাহানপুর থানা পুলিশ
সমর্থক দের জন্য সুখবর দিলেন বেজবাবা সুমন
১৫ আগস্ট : ইতিহাসে আজকের এই দিনে
ভ্যানচালক বাবার স্বপ্নপূরণে উচ্চশিক্ষায় চীনে দুই ভাই
চিকিৎসক যেসব তথ্য জানালেন কলেজশিক্ষিকাকে নিয়ে
বাংলাদেশি হত্যায় দুই দ. আফ্রিকানের ১৫ বছর জেল