বাল্যবিবাহের অপরাধে কাজীসহ দুইজনের কারাদণ্ড

প্রকাশিত: ২০ জুন, ২০২২ ১১:৫২:৪১

বাল্যবিবাহের অপরাধে কাজীসহ দুইজনের কারাদণ্ড

রাজু আহাম্মেদ, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক ছাত্রী। সে নারায়নকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, রোববার (১৯ জুন) দিবাগত রাতে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়নকান্দি গ্রামের কাদিপুরে মোঃ বিশারত আলী (বিশা) তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে একই গ্রামের বাসিন্দা মোঃ বাহার মন্ডলের ছেলের সাথে বিয়ে দেওয়ার আয়োজন করেন।

সেই মোতাবেক রাত আনুমানিক ১০টার পর ঐ বিয়ের অনুষ্ঠানে আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের দাওয়াত করেন। পরে গোপন তথ্যের মাধ্যমে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।

এ সময় বাল্য বিবাহ করানোর চেষ্টার দায়ে কাজী মোঃ ওমর ফারুক ও তার সহকারী মোঃ নজির উদ্দীনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


প্রজন্মনিউজ২৪/এসএমএ

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ