প্রকাশিত: ১৪ জুন, ২০২২ ০৩:৫৮:৫০
পুরুষের তুলনায় বেশি কাজ করেন নারীরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এ তথ্য উঠে এসছে। সোমবার (১৩ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদনটিতে দেশের একজন নারী-পুরুষ দৈনিক কত ঘণ্টা এবং কী ধরণের কাজ করে তা প্রকাশ করা হয়েছে।
বিবিএসের সমীক্ষায় দেখা যায়, নারীরা ২৪ ঘণ্টার অর্ধেক সময়ই সংসারের কাজকর্ম, শিশু-বৃদ্ধসহ পরিবারের সদস্যদের যত্ন-আত্তি করেই পার করে দেন। নারীরা গড়ে ১১ দশমিক ৬ ঘণ্টা এসব কাজে ব্যয় করেন। অন্যদিকে পুরুষেরা সংসারের কাজে ব্যয় করেন মাত্র ১ দশমিক ৬ ঘণ্টা।
বিবিএস বলছে, নারী-পুরুষ সবাই কাজ করেন। কিন্তু তাদের কাজের ধারায় পরিষ্কার পার্থক্য আছে। ঘরের টুকিটাকি কাজ করা এবং পরিবারের সদস্যদের যত্ন-আত্তি করা দৈনন্দিন কাজের অংশ। এ ক্ষেত্রে নারী-পুরুষ দুজনের সমান দায়িত্ব পালন করা উচিত। কিন্তু নারীর ওপর বেশি বোঝা হয়ে যাচ্ছে।
দৈনিক ব্যবহার নিয়ে দেশের বিভিন্ন এলাকার আট হাজার নারী-পুরুষের ওপর সমীক্ষা করেছে পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএসের সমীক্ষার ফল অনুযায়ী, একজন পুরুষ দৈনিক গড়ে ১১ দশমিক ৩ ঘণ্টা নানা কাজে ব্যয় করেন। আর একজন নারী নানা কাজে ব্যয় করেন গড়ে ১০ দশমিক ৯ ঘণ্টা।
নারীর কাজের স্বীকৃতিও কম আবার তারা মজুরিহীন কাজেই বেশি সময় দেন। বিবিএস বলছে, নারীরা প্রতিদিন গৃহস্থালির কাজে ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করেন এবং পরিবারের সদস্যদের সেবা করতে খরচ করেন ১ দশমিক ২ ঘণ্টা। সব মিলিয়ে মজুরি ছাড়া কাজ করেন প্রতিদিন ৫ দশমিক ৬ ঘণ্টা। এসব কাজে তারা কোনো মজুরি পান না।
অন্যদিকে পুরুষেরা দৈনিক মাত্র শূণ্য দশমিক ৮ ঘণ্টা এমন মজুরিহীন কাজ করেন। দেখা যায়, প্রতিদিনের এক-চতুর্থাংশ সময় মজুরি ছাড়া সংসারের কাজকর্ম করেন নারীরা। অর্থনীতিতে এর কোনো স্বীকৃতিও নেই।
পুরুষেরা মজুরি নিয়ে (কর্মসংস্থানভিত্তিক) প্রতিদিন গড়ে ৬ দশমিক ১ ঘণ্টা কাজ করেন। নারীরা করেন মাত্র ১ দশমিক ২ ঘণ্টা। এ ছাড়া নারী-পুরুষ প্রতিদিন নানা ধরনের কাজ করেন। নিজের জন্য রান্না করা, টিভি দেখা, খেলাধুলা করা, সামাজিকতা রক্ষা করা ইত্যাদি।
বিবিএসের প্রতিবেদন থেকে আরো জানা যায়, টিভি দেখা, অবসরযাপন, বিনোদনসহ বিভিন্ন কাজে একজন নারী দৈনিক ২ দশমিক ৭ ঘণ্টা সময় ব্যয় করেন। আর পুরুষ এসব কাজে সময় খরচ করেন ২ দশমিক ৬ ঘণ্টা।
এ ছাড়া সমীক্ষায় মতামত প্রদানকারীদের প্রায় ৭৩ শতাংশই মুঠোফোন ব্যবহার করেন। নারীদের মধ্যে প্রায় ৬০ শতাংশ মুঠোফোন ব্যবহার করেন। পুরুষদের মধ্যে তা ৮৬ শতাংশেরাও বেশি। আর ২৮ শতাংশ নারী-পুরুষ ইন্টারনেট ব্যবহার করেন। পুরুষের মধ্যে ৩০ শতাংশ এবং নারীদের মধ্যে ২১ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন।
প্রজন্মনিউজ২৪/এসএমএ
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের
জন্ডিস আসলে কোনো রোগ না অনেক রোগের উপসর্গ: জেনে নেই
আগামী মৌসুমে আল নাসরেই রোনালদো , অপেক্ষায় মেসি-বেনজেমাদের
জবি অধ্যাপককে মারধর করা সেই চেয়ারম্যানসহ চার আসামিকে কারাগারে প্রেরণ
আন্তর্জাতিক দুগ্ধ দিবস উপলক্ষে শ্রীনগরে আলোচনা সভা ও ডেইরি উপকরণ বিতরণ
শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
তুরস্কের প্রেসিডেন্টকে হাসনা মওদুদের অভিনন্দন
বান্দরবানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক সৈনিক নিহত: আহত এক জেসিও