প্রকাশিত: ১৪ জুন, ২০২২ ০৩:৫২:৩৫
নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে পুলিশের নামে প্রতিদিন চাঁদা উত্তোলন করা হয়। এ চাঁদা তোলা হয় কাঁচপুর মোড়ের পুলিশ বক্সকে ঘিরে বসা অবৈধ স্থাপনাগুলো থেকে।
সে টাকা থেকে ৩ লাখ টাকা মাসে যায় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পকেটে। এমন তথ্য জানান টাকা উত্তোলন করা দু’জন ব্যক্তি। তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত ওসি।
সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, কাঁচপুর মোড়ে পুলিশ বক্সকে ঘিরে গড়ে উঠেছে শতাধিক অবৈধ দোকানপাট, স্থাপনা।
অবৈধ স্থাপনাগুলোর আড়ালে ঢেকে গেছে পুলিশ বক্স। স্থাপনার কারণে পুলিশ বক্সই দেখা যাচ্ছেনা এখন। এসব দোকান বসাতে সহযোগিতা করেছে স্থানীয় প্রভাবশালীরা। সেই দোকানগুলো থেকে নিয়মিত চাঁদা উত্তোলন করা হয়। সেই চাঁদা স্থানীয় প্রভাবশালীদের পাশাপাশি যায় কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেনের পকেটে।
এমনটাই দাবি করেছেন সেখানে অস্থায়ী স্থাপনার মালিকরা এবং চাঁদা উত্তোলন করা ব্যক্তিরা। অনুসন্ধানে জানা যায়, নজরুল ইসলাম ও মনির হোসেন নামে দু’জন ব্যক্তি নিয়মিত এ স্থাপনাগুলো থেকে চাঁদা উত্তোলন করেন। দু’জন সরাসরি বলে থাকেন- এ টাকা ওসিকে দিতে হয়, আর তাই এ টাকা তোলা লাগে। টাকা না দিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আর নিয়মিত চাঁদা দেওয়া হলে দোকান থাকে বহাল তবিয়তে।
বিষয়টি জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন বলেন, এটি তো আমাদের জায়গা না যে আমাকে টাকা দিতে হবে। এটি সড়ক ও জনপদের জায়গা। তারা বিষয়টি বলতে পারবে।
প্রশ্ন রেখে তিনি বলেন, আমাদের জায়গা যেহেতু নয়, সেহেতু কেন আমার নাম আসবে? আমি বিষয়টি বুঝতে পারছিনা।
প্রজন্মনিউজ২৪/মনিরুল
ইসরায়েলের সঙ্গে পূর্ণ সম্পর্ক স্থাপন করল তুরস্ক
বিষাক্ত বাতাসের শীর্ষ শহরের তালিকায় ঢাকা
ববির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অব্যবস্থাপনায় ভোগান্তিতে শিক্ষার্থীরা
মুহূর্তেই শেষ এশিয়া কাপে পাকিস্তান-ভারত দ্বৈরথের টিকিট
১ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার
নোয়াখালীতে ৬ দোকানদারকে জরিমানা
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে রাবিতে মানববন্ধন
চকরিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন
টাকা ছাড়া কোন বিল সই করেন না: ফিরোজুর রহমান
বাকশাল প্রতিষ্ঠার উদযাপন কেন করেন না?প্রধানমন্ত্রীকে রাবি অধ্যাপক