হামলার একমাস পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু

প্রকাশিত: ১৩ জুন, ২০২২ ১০:২২:১৩ || পরিবর্তিত: ১৩ জুন, ২০২২ ১০:২২:১৩

হামলার একমাস পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু

রাজু  আহাম্মেদ,(হরিণাকুন্ডূ) ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডূতে সন্ত্রাসী হামলার শিকার হয়ে একমাস চারদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন আক্তার হোসেন (২৫) নামে এক যুবক। রোববার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে উপজেলার ২নং জোড়াদহ ইউনিয়নের  হরিশপুর গ্রামের ইজাল উদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী আরজিনা খাতুন বলেন, গত ৮ মে পার্শ্ববর্তী জোড়াদাহ গ্রামের উসমান শাহের দুই ছেলে চাঁন মিয়া ও শুরুজ শাহ তার স্বামীকে হাতুড়ি ও লাঠিসোঠা দিয়ে পিটিয়ে আহত করে। তাদের কাছে পাওনা টাকা চাওয়ায় তারা তার স্বামীকে মারধর করে। সে সময় প্রথমে তাকে হরিণাকুন্ডূ হাসপাতালে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সেখানে তার মৃত্যু হয়।

হরিণাকুন্ডূ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় গত ১১ মে থানায় একটি মামলা হয়। সেই মামলায় ইতোমধ্যে আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টে যদি আঘাতে মৃত্যুর সত্যতা পাওয়া যায় তাহলে এটি হত্যা মামলা হবে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রজন্ম নিউজ২৪/ নাজমুল হাসান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ