প্রকাশিত: ১২ জুন, ২০২২ ০৫:২৫:১৫ || পরিবর্তিত: ১২ জুন, ২০২২ ০৫:২৫:১৫
ইস্কুল জীবনের সমাপ্তি
রেশমা আক্তার রিয়া
ইস্কুল প্রাঙ্গণ এক শোভিত মঞ্চ,
আজি নাকি মোদের লইতে হইবে বিদায়।
যেই ইস্কুলে কাটাইলাম এতো বছর,
সেই ইস্কুল ছাড়িয়া কি করে থাকা যায়?
কতো হাসি, কতো মজা, কতো খুনসুটি ,
জড়ায়ে আছে মোর এই ইস্কুলে?
ভাবিলে পরে হৃদয় দুঃখে ভরিয়া যায়।
কী করে এই ইস্কুল ছাড়িয়া থাকা যায়?
যেইনা মোদের শিক্ষক মহাশয়
লোলিত স্বরে কহিল তাহার সমাপ্তি চরণ।
মোদের শুষ্ক কপোল একাকার হইল,
বহিয়া চলিল অঝোরে ক্রন্দন!
শিক্ষক কান্দে, শিষ্য কান্দে!
এ যেন এক নৈরাশ্যিক ক্ষণ।
এই ভাবেই কী ফুরাইয়া যায়,
সকলের ইস্কুল জীবন!
প্রজন্মনিউজ২৪/এসএমএ
জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক ও ইউটিউবার কৌশিকের মৃত্যুতে শিল্পীমহলে শোকের ছায়া
শাজাহানপুরে B.C.F এর আয়োজনে বৃক্ষ বিতরণ
আজ বাংলাদেশের ব্যান্ডসঙ্গীতের সম্রাট আইয়ুব বাচ্চুর জন্মদিন
পাবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালিত
জাতির পিতার হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না: বাহাউদ্দিন
যে ৫ উপায়ে দূর করতে পারেন একাকীত্ব