প্রকাশিত: ১২ জুন, ২০২২ ০৩:৩৭:০৫ || পরিবর্তিত: ১২ জুন, ২০২২ ০৩:৩৭:০৫
হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননা করায়, কুয়েতের স্থানীয় আইন লঙ্ঘন করে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। দেশটিতে বিদেশী ও প্রবাসীদের যেকোনো ধরনের বিক্ষোভ, সভা, সমাবেশ নিষিদ্ধ ও দণ্ডনীয়।
কুয়েতের ফাহাহিল এলাকায় শুক্রবার জুমার নামাজ শেষে কিছু সংখ্যক প্রবাসী নবী (সঃ) এর সমর্থনে অবস্থান ও বিক্ষোভের আয়োজন করে। শনিবার স্থানীয় আরবি দৈনিক আল রাই পত্রিকায় অবস্থান ও বিক্ষোভের সেই সংবাদ প্রকাশিত হয়।
সংবাদে উল্লেখ করা হয়, আইন লঙ্ঘন করায় প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ জারি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে কাজ করছে স্থানীয় প্রশাসন। গ্রেপ্তারকৃতদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং তারা পুনরায় যেন কুয়েতে প্রবেশ করতে না পারে সেই নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও প্রবাসীসহ সবাইকে যথাযথভাবে স্থানীয় আইন মেনে চলতে বলা হয়েছে।
উল্লেখ্য, হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে ভারতে বিজেপি দুই নেতার অবমাননাকর বক্তব্যে প্রতিবাদের ঝড় শুরু হয় কুয়েত, কাতার, আরব আমিরাতসহ আরব দেশগুলোতে। এরপর বিভিন্ন দেশের মুসলিম নাগরিকরা বিক্ষোভ ও প্রতিবাদ করছে।
প্রজন্মনিউজ২৪/জাহিদ
সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
উত্তরায় গার্ডার দুর্ঘটনা: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
২০ হাজার কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্প হাতে নিচ্ছে বিপিসি
বরগুনায় এতটা বাড়াবাড়ি ঠিক হয়নি : আসাদুজ্জামান
আমরাও পারব রাশিয়া থেকে তেল কিনতে যদি ভারত পারে
লাঠিচার্জ করায় পুলিশকে ধন্যবাদ জানান ছাত্রলীগ