হাসপাতালে বাড়ল ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী

প্রকাশিত: ১১ জুন, ২০২২ ০৬:১৫:২৪ || পরিবর্তিত: ১১ জুন, ২০২২ ০৬:১৫:২৪

হাসপাতালে বাড়ল ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে গত, ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ২০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৯ জন ঢাকায় এবং একজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে মোট ৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৫ জন এবং ঢাকার বাইরে পাঁচজন রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৫৪৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫৭ জন। এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনো কেউ মারা যাননি।


প্রজন্মনিউজ২৪/ফিরোজ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ