বাড়ির আঙ্গিনায় আমের মুকুলের সুবাতাস

প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০১৭ ০৫:৩৭:৩৩ || পরিবর্তিত: ২৩ জানুয়ারী, ২০১৭ ০৫:৩৭:৩৩

বাড়ির আঙ্গিনায় আমের মুকুলের সুবাতাস

বাংলাদেশের জাতীয় ফল কাঠাল কিন্তু জাতীয় গাছ হল আমগাছ। আর সেই গাছেই ফলে আরেকটি সুমিষ্ট ফল। তার নাম জানেনা এমন কেউ কি আছে নেই ?সেই ফলের নাম আম ।বাংলাাদেশের প্রতিটি জেলায় এখন আমের নতুন মুকুল আর শিশিরে সিক্ত সকালের সূর্য যেন সকলের মন কেরে নেয়।বাড়ির আঙীনায় ,পুকুরপারে বিলের বেরিবাধের উপর বাহারি রঙের মুকুলের গন্ধে সবার মনকেই কেরে নিয়ে যায়।

যেন এখনি আম খাওয়ার ধূম পরে যাবে।প্রতিটি বাড়ির আঙিনায় সুমিষ্টি আম গাছের ডগায় ডগায় আগাম মুকুলের সমারোহ ঘটেছে। সেই মুকুলের ম-ম গন্ধে বাড়ির সবার মনে দিয়েছে নতুন স্বপ্নের দোলা। আমের আগাম মুকুল জানান দিচ্ছে মধুমাস সমাগত। বিশেষ করে,

আম বলতে একসময় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীকেই বোঝাত। তবে এখন অবস্থা ভিন্ন।বাংলাাদেশের  পশ্চিমাঞ্চলে বাণিজ্যিক ভিত্তিতে প্রায় সব জাতের আমের উৎপাদন হচ্ছে। আবার আম চাষিরা মৌসুমে লাভজনক হওয়ায় প্রতিবছর কৃষিজমিতে বাড়াচ্ছে আমের আবাদ। দেশজুড়ে যত আম বাগান তার বেশির ভাগ আম বাগান রয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলায়। বর্তমান যে পরিমাণ আমের মুকুল আসছে তার কিছু নষ্ট হয়ে যায়।

নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগেই আবহাওয়াগত ও জাতের কারণেই মূলত আমের মুকুল আসতে শুরু করেছে। তবে চলতি মাসের শেষের দিকে প্রতিটি গাছেই পুরোপুরিভাবে মুকুল ফুটতে শুরু করবে।এই আমের চাষ করেই  অনেক ফ্যামীলি তাদের  জীবিকা নির্বাহ করে থাকে।.......

প্রজন্মনিউজ২৪/কেএমএল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ