সতর্কতা জারি ৫ রাজ্যে

ভারতে কিছুটা কমলো সংক্রমণ

প্রকাশিত: ০৭ জুন, ২০২২ ১২:২৬:৪৪ || পরিবর্তিত: ০৭ জুন, ২০২২ ১২:২৬:৪৪

ভারতে কিছুটা কমলো সংক্রমণ

ভারতে ফের করোনাভাইরাসের বাড়বাড়ন্তের মাঝে সামান্য স্বস্তি। সপ্তাহের দ্বিতীয় দিনে ভারতে করোনা সংক্রমণের হার কমল বেশ খানিকটা। কমছে মৃত্যুও। তবে সতর্কতা জারি থাকছেই ৫ রাজ্যের প্রতি। যে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭১৪ জন, মৃত্যু হয়েছে ৭ জনের। যা সোমবারের তুলনায় অনেকটাই কম। এক দিনে করোনাভাইরাসের কামড় সামলে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৫১৩ জন।

মঙ্গলবার সকালে কেন্দ্রের বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২৬ হাজার ৯৭৬, যা ক্রমশই ঊর্ধ্বমুখী। গতকালের তুলনায় এই সংখ্যা প্রায় ১২০০ বেশি।

ভারতে এ পর্যন্ত মহামারীতে মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৭০৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন মোট ৪ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৩৬৫ জন।
সূত্র : সংবাদ প্রতিদিন


প্রজন্মনিউজ২৪/মনিরুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ