প্রকাশিত: ০৬ জুন, ২০২২ ০৪:৪৩:৪২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত খাদিজা বেগম হত্যা মামলার রায়ে ছয় ভাড়াটিয়া খুনিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় ছয় আসামির মধ্যে আরিফুল ইসলাম (৩০), জামাল হোসেন (২০) ও সুমন (৩১) আদালতে উপস্থিত ছিলেন। পলাতক ছিলেন- আরেক সুমন, লোকমান ও শফিক।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০৯ সালের ১১ আগস্ট রূপগঞ্জ উপজেলার গঙ্গানগর গ্রামে আব্দুর রহমান ও তার স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ দেখা দেয়। এতে আব্দুর রহমান তার স্ত্রী খাদিজাকে হত্যা করতে উল্লেখিত ছয় খুনিকে ১০ হাজার টাকায় ভাড়া করেন।
খুনিরা খাদিজাকে ডেকে একটি নির্জন স্থানে নেয়। সেখানে আব্দুর রহমান খুনিদের নিয়ে খাদিজাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ডোবায় গুম করে রাখে। এরপর ভাড়ার ১০ হাজার টাকা খুনিদের না দেওয়ায় একই সময় খুনিরা আব্দুর রহমানকেও খুন করে একই স্থানে ডোবায় লাশ গুম করে রাখেন। এ ঘটনায় খাদিজার বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে রায় ঘোষণা করলেন।
প্রজন্মনিউজ২৪/জাহিদ
নোয়াখালীতে ৬ দোকানদারকে জরিমানা
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে রাবিতে মানববন্ধন
বাকশাল প্রতিষ্ঠার উদযাপন কেন করেন না?প্রধানমন্ত্রীকে রাবি অধ্যাপক
শাকিবের বুকে লেখা 'A' নিয়ে কৌতূহল
১৭ আগষ্ট: ইতিহাসের আজকের এইদিনে
শিক্ষক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
বিএনপির পায়ের নিচে মাটি নেই: কৃষিমন্ত্রী
বেনাপোলে ১৬টি স্বর্ণের বারসহ আটক ১
পাঁচ শতাধিক বোমা বিস্ফোরণের ৪৩টি মামলা আজও ফাইলবন্দি
বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মদিনে মির্জাগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত