প্রকাশিত: ২৮ মে, ২০২২ ০৭:১৩:১৩
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান মোরশেদের (ঘোড়া প্রতীক) গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ১২জন সমর্থক আহত হয়। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
শনিবার (২৮ মে) বিকেল ৫টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোরশেদ অভিযোগ করে বলেন, মার্কা পেয়ে এ প্রথম তিনি নিজ ইউনিয়নের হাতিয়া বাজারে সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করতে যান। এ সময় নৌকার প্রার্থী আখতার হোসানের যোগসাজশে তাঁর সমর্থকরা বিকেল ৫টার দিকে মোটরসাইকেল শোডাউন হাতিয়া বাজারে পৌঁছলে শোডাউনের পিছনের অংশে হামলা চালায়। ওই হামলায় তাঁর ১২জন সমর্থক আহত হয় এবং সমর্থকদের ১০-১২টি মোটরসাইকেল ভাংচুর করে ৭টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় নৌকার প্রার্থীর সমর্থকরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হরণী ইউনিয়নের নৌকার প্রার্থী আখতার হোসাইন বলেন, এ হামলার সাথে তাঁর কোন সমর্থক জড়িত নেই। স্বতন্ত্র প্রার্থী ভোটের মাঠে সুবিধা নিতে তাঁর বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অভিযোগ করছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রজন্মনিউজ২৪/এসএমএ
বহিষ্কারের পর এবার গ্রেফতার রাবির সেই শিক্ষার্থী
মহিমাগঞ্জে নকল প্রসাধনী তৈরি ও সাংবাদিক লাঞ্ছিতকারী আটক
কুতুবদিয়া ফেরি'র দাবী দেড় লক্ষাধিক মানুষের
ইউজিসির অভিন্ন নীতিমালার প্রতিবাদে বুটেক্সে কর্মচারীদের মানববন্ধন
পেকুয়ায় বেড়িবাঁধ পরিদর্শনে ইউএনও
প্রেমিকার বোনকে হত্যা, প্রেমিকের আমৃত্যু কারাদন্ড
উপকূলীয় জনপদের টার্নিং পয়েন্ট বদরখালীতে হবে আধুনিক পৌরসভা
চিকিৎসায় নিঃস্ব পরিবার,গৃহবধূর আত্মহত্যা