সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২৮ মে, ২০২২ ১২:১৫:৩৮

সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মুহাম্মদ বোরহান উদ্দীন, সিলেটঃ দেশের অনলাইন ভিত্তিক অরাজনৈতিক সংগঠন ‘আযহারী সাইবার টিম বাংলাদেশে'র উদ্যোগে সিলেটে বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার ( ২৫ মে) হযরত শাহ জালালের পূণ্যভূমি খ্যাত সিলেটের বন্যায় কবলিত এলাকা সমূহে চারশত পরিবারকে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার মানবিক ত্রাণ সামগ্রী  বিতরণ করে সংগঠনটি। সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আল-আযহারী তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় তিনি বলেন, এদেশ সকলের, এদেশে একজনের বিপদে অপরজন এগিয়ে আসার সংস্কৃতি বহু বছরের। সিলেটে বন্যায় কবলিত এলাকার মানুষের হাহাকার সত্যিই কষ্টের। তাই তাদের সাহায্যার্থে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

ত্রাণ হিসেবে প্রত্যেক পরিবারকে চাল, মসুর ডাল, আলু,  চিড়া, মুড়ি, লবণ, পেঁয়াজ, সয়াবিন তেল, চিনি, সাবান, ওরস্যালাইন, জরুবী ঔষধ দেওয়া হয়। উক্ত ত্রাণসামগ্রী সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জ থানায় বিতরণ করা হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ জাকির হুসাইন, মঞ্জুর আলম, আব্দুস সাত্তার, নাজিম উদ্দিন, সাইফুল, তৌহিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন জেলা , থানা শাখা, উপশাখার কর্মীরা ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করেন।


প্রজন্মনিউজ২৪/এসএমএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ