প্রকাশিত: ২৭ মে, ২০২২ ০৬:২৭:০৯
হাসিবুর রহমান,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নে মসজিদ থেকে মুসুল্লি বের করে দেয়ার চেষ্টা। ইয়াতিম খানায় রং করার কাজে বাঁধা প্রদান এবং মাদ্রাসার এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে স্থানীয় জনসাধারণ ও মাদ্রাসার ছাত্র-শিক্ষক ।
স্থানীয় সূত্রে জানা যায় , অভিযুক্ত আঃ খালেক খানের(৫৫) বারি এবং "দারুল উলুম আলহাজ্ব ডা. জয়নুল আবেদীন খান হাফেজি মাদরাসা ও ইয়াতিম খানা" পাশাপাশি অবস্থিত। মাদরাসা ও মসজিদ একই ক্যাম্পাসের অন্তর্ভুক্ত। যা স্থানীয় সমাজসেবক ডা. আবদুল গফফার খান (এজি খান) ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন। তাঁর মৃত্যুর পর তার পরিবার নিজস্ব অর্থায়নে মাদ্রাসাটি পরিচালনা করে আসছে।
জানা যায়, গত ২০শে মে এক মুসুল্লিকে মসজিদ থেকে বের করে দেয়। এবং মাদ্রসার এক ছাত্রকে গালিগালাজ ও চপেটাঘাত করেন। দীর্ঘদিন যাবত মসজিদের মুসুল্লিদের সাথে এবং মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে অভিযুক্ত খালেক খান ঠুনকো বিষয় নিয়ে দূর্ব্যাবহার করে আসছে । এতে এলাকাবাসী ও মাদ্রসার ছাত্ররা মানববন্ধন কর্মসূচি পালন করে।
প্রজম্মনিউজ২৪/ফারহান আহমেদ
ইউজিসির অভিন্ন নীতিমালার প্রতিবাদে বুটেক্সে কর্মচারীদের মানববন্ধন
প্রেমিকার বোনকে হত্যা, প্রেমিকের আমৃত্যু কারাদন্ড
উপকূলীয় জনপদের টার্নিং পয়েন্ট বদরখালীতে হবে আধুনিক পৌরসভা
সংখ্যালঘু শিক্ষকদের হত্যা, লাঞ্ছিত ও জমি দখলের প্রতিবাদে রাবিতে মানববন্ধন
যৌবনের চাহিদা মেটাতে টাকার জন্য বন্ধুকে খুন
জাল-জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে বটিয়াঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
গাবতলীতে যুবলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
১৫৫ কেজি ওজন কমান ১৬ মাসে গায়ক সামি