মুরাদনগর আল্লাহর ৯৯ টি নামের দৃষ্টিনন্দন আল্লাহু চত্তর

প্রকাশিত: ২৭ মে, ২০২২ ১০:০৯:৩৩ || পরিবর্তিত: ২৭ মে, ২০২২ ১০:০৯:৩৩

মুরাদনগর আল্লাহর ৯৯ টি নামের দৃষ্টিনন্দন আল্লাহু চত্তর

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: সম্প্রতি কুমিল্লা মুরাদনগর উপজেলার মেইন সদরে বাসস্ট্যান্ডের পূর্ব পাশের তিন রাস্তার মোড়ে (কোম্পানিগঞ্জ, কৃষ্ণপুর, রামচন্দ্রপুর) উঁচু একটি পিলারে পাথরে খোদাই করে মাটি থেকে প্রায় উচ্চতায় ৩০ ফুট এবং ব্যাস ১৪ ফুটে মহান আল্লাহর গুণবাচক ৯৯ টি নামে সম্বলিত দৃষ্টিনন্দন একটি চত্বর তৈরি করা হয়। 

তার চুরায় রয়েছে বড় করে লিখা মহান আল্লাহর (আল্লাহু) নামটি। তাই এই চত্বরের নাম দেয়া হয়েছে আল্লাহ চত্বর। এ চত্তরের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব।

এ চত্বরের প্রশংসায় মুখরিত মুরাদনগর এলাকাবাসীসহ দর্শনার্থী ও পথচারীদের মুখে মুখে। শুধুই তাই নয় রাতের দৃশ্য যেন হৃদয় ছোয়ে যায় প্রতিটি দর্শনার্থীদের, আর এই আল্লাহ চত্তরকে কেন্দ্র করে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। 

জানা যায় যে, কুমিল্লা জেলার মধ্যে এ চত্বরটি একটি বড় এবং সবচেয়ে উঁচু চত্বর। দৃষ্টিনন্দন এ আল্লাহ চত্বরটি রক্ষণাবেক্ষণে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে মুরাদনগর থানা পুলিশ।


প্রজন্মনিউজ২৪/মনিরুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ