বৃষ্টি বাধা শেষে আবারও শুরু হলো খেলা

প্রকাশিত: ২৫ মে, ২০২২ ০৪:৫৫:২৮

বৃষ্টি বাধা শেষে আবারও শুরু হলো খেলা

বৃষ্টি বাধায় দীর্ঘ বিরতির পর আবারও মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। এর আগে তৃতীয় দিনের প্রথম সেশনের শেষ দিকে এসে হানা দেয় বৃষ্টি। সেই সময় লঙ্কানদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২১০ রান। বৃষ্টি নামলে তখনই লাঞ্চ বিরতি ঘোষণা করেন আম্পায়াররা।   

প্রথম সেশনে খেলা হয়ছে মাত্র ২৪ ওভার ১ বল। শ্রীলঙ্কা ৬৭ রান তুললেও বাংলাদেশ তুলে নিয়েছে ২ উইকেট। সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া অধিনায়ক দিমুথ করুনারত্নকে বোল্ড আউট করে বাংলাদেশকে কিছুটা স্বস্তি এনে দেন অভিজ্ঞ বোলার সাকিব আল হাসান।

তবে এরপর ধনাঞ্জয়া ডি সিলভাকে সাথে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই প্রতিবেদন লেখার সময় এই দুই ব্যাটার অপরাজিত আছেন যথাক্রমে ৩৮ ও ৩০ রানে।

এর আগে টসে জিতে ব্যাট করে মুশফিকুর রহিম-লিটন দাসের দৃঢ়তায় ৩৬৫ রান করে বাংলাদেশ। জবাবে প্রথম দিনে ওয়ানডে মেজাজে ব্যাট করে খেলায় ফিরে আসে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ২২৪ রান। 


প্রজন্মনিউজ২৪/জাহিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ