প্রকাশিত: ২৫ মে, ২০২২ ১২:১৮:২৫
ফেনীতে শরীফ উদ্দিন বাবলু নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছে এক তরুণী।
মঙ্গলবার ফেনী মডেল থানায় ওই তরুণী উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত পুলিশ সদস্য শরীফ উদ্দিন বাবলু বর্তমানে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কর্মরত আছেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জামতলা চৌধুরী বাড়ির জামাল উদ্দিনের ছেলে।
মামলার এজহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে পুলিশ সদস্য বাবলু চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার আজমনগর গ্রামের ওই তরুণীকে ফেনীর মহিপাল এলাকায় একটি হোটেলে এনে বারবার জোরপূর্বক ধর্ষণ করে।
ওই তরুণী তাকে সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে বাবলু অস্বীকৃতি জানায়। এতে নিরুপায় হয়ে সে মামলা করতে বাধ্য হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো নিজাম উদ্দিন জানান, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্য বাবলুর বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ৯(১) এর ধারায় মামলা নেয়া হয়েছে। এ বিষয়ে শিঘ্রই আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।
প্রজন্মনিঊজ২৪/খতিব
দক্ষিণ আফ্রিকার পানশালায় ২২ কিশোর-কিশোরীর রহস্যমৃত্যু
সন্ধান মিলল সব চেয়ে বৃহদাকার ব্যাকটেরিয়ার! স্তম্ভিত বিজ্ঞানীমহল
পদ্মা সেতুতে নাট-বল্টু খুলে ভাইরাল হওয়া যুবক আটক
মোবাইল নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ায় প্রাণ গেল গৃহবধূর
থাইল্যান্ডে থাকাকালীন যে খাবারগুলো অবশ্যই খাবেন
ফ্রিজ ছাড়া মাংস সংরক্ষণের উপায়
২৭ জুন: ইতিহাসের পাতায় আজকের এই দিনে