বাংলাদেশকে পাল্টা জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

প্রকাশিত: ২৪ মে, ২০২২ ০৩:৪৫:৫১

বাংলাদেশকে পাল্টা জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

অলআউট হওয়ার শঙ্কা নিয়ে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ করে বাংলাদেশ দল মধ্যাহ্নভোজের বিরতি কাটিয়ে ফিরে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। ঢাকা টেস্টে বাংলাদেশ দলের ইনিংস থামে ৩৬৫ রানে। অধিনায়ক মুমিনুল হকের দলকে অলআউট করে দ্বিতীয় সেশনে ব্যাট হাতে দাপট দেখাচ্ছে শ্রীলঙ্কা।

মঙ্গলবার দ্বিতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগে ২২ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে। লঙ্কানরা স্কোরবোর্ডে তুলেছে ৮৪ রান। যেখানে অধিনায়ক দিমুথ করুনারত্নে ৩১ এবং আরেক ওপেনার ওশাদা ফার্নান্দো ৫২ রানে দিনের তৃতীয় ও শেষ সেশনের খেলা শুরু করবেন।

৯ উইকেট হারিয়ে ৩৬১ রানে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ দল। শূন্য রানে থাকা এবাদত হোসেনকে নিয়ে নিজে ১৭১ রানের অপরাজিত থেকে আবার ব্যাটিং শুরু করেন মুশফিকুর রহিম। তবে ২৯ রানের জন্য ডাবল হান্ড্রেডের দেখা পাননি মুশফিক।

এই সেশনে ২০ বল খেলে শেষ উইকেট হারায় স্বাগতিকরা। রানের খাতা খোলার আগে রান আউটের শিকার হন এবাদত হোসেন। মুশফিক অপরাজিত থাকেন ১৭৫ রানে।


প্রজন্মনিউজ২৪/জাহিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ